ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি লিখেছেন রেড ডেভিলদের সাবেক কোচ এরিক টেন হাগ। শুক্রবার (১ নভেম্বর) তার এজেন্সি এসইজি ফুটবলের মাধ্যমে সামাজিকমাধ্যমে প্রকাশিত এই চিঠিতে তিনি ইউনাইটেডের প্রতি তার গভীর অনুভূতির কথা জানিয়েছেন।
এর আগে সোমবার (২৮ অক্টোবর) দলের এই মৌসুমে দুর্বল পারফরম্যান্সের পর তাকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, আর তারপর গতকাল (১ নভেম্বর) টেন হাগের স্থলাভিষিক্ত হিসেবে রুবেন আমোরিমের নাম ঘোষণা করা হয়।
চিঠিতে টেন হাগ লেখেন, ‘আপনাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। ক্লাবের পাশে থাকায় আপনাদের প্রতি কৃতজ্ঞ। ম্যাচ যেখানে-ই হোক, ওল্ড ট্র্যাফোর্ডে হোক বা দূরের কোন মাঠে, আপনাদের সমর্থন সবসময় অবিচল ছিল। বিশ্বের বিভিন্ন জায়গায় ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের সঙ্গে দেখা করে দারুণ সময় কেটেছে।’
প্রথম মৌসুমে লিগ কাপ জেতার পাশাপাশি পরের মৌসুমে প্রিমিয়ার লিগে ব্যর্থ হলেও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপ ফাইনালেও জয় এনে দিয়েছিলেন টেন হাগ, যা তার কোচিং ক্যারিয়ারকে কিছুটা দীর্ঘায়িত করেছিল। তিনি উল্লেখ করেন, ‘আমরা দুটি ট্রফি জিতেছি, যা আমি সারাজীবন মনে রাখব। অবশ্যই আমার স্বপ্ন ছিল আরও ট্রফি এনে দেওয়া। কিন্তু সেই স্বপ্ন আজ শেষ হলো।’
বিদায়ী চিঠিতে টেন হাগ ইউনাইটেডের সাফল্য কামনা করেন, ‘সব ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের জন্য আমার শুভকামনা রইল। সাফল্য, ট্রফি ও গৌরবের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম জড়িয়ে থাকুক।’
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর ইউনাইটেডে যোগ দিচ্ছেন রুবেন আমোরিম, এবং ততদিন পর্যন্ত টেন হাগের সহকারী রুড ভ্যান নিস্টলরয় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করবেন।
মন্তব্য করুন