সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর শনিবার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ নারী ফুটবল দলের ফুটবলাররা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তারা নিজেদের কিছু চাহিদা ও সমস্যার কথা তুলে ধরেন। দলের অধিনায়ক সাবিনা খাতুন ঢাকায় পরিবারের জন্য আবাসন সুবিধার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, ‘আমাদের পরিবারের অনেকে ঢাকায় আসেন, কিন্তু থাকার জায়গা না থাকায় আমরা সমস্যায় পড়ি। তাই ঢাকায় পরিবারের জন্য একটি স্থায়ী আবাসনের ব্যবস্থা চেয়েছি।’
এ ছাড়াও বিভিন্ন খেলোয়াড় তাদের নিজ নিজ এলাকায় কিছু অবকাঠামোগত সমস্যার কথা জানান। মনিকার বাড়িতে যাওয়ার রাস্তা ও বিদ্যুৎ সমস্যার কথা উঠে এসেছে বৈঠকে। মারিয়া, কৃষ্ণা, মনিকাসহ অন্য খেলোয়াড়রাও তাদের এলাকাগুলোর বিভিন্ন সমস্যার বিষয়টি উল্লেখ করেন।
নারী ফুটবলাররা ঢাকার ফুটবল ভেন্যুগুলোর সমস্যার কথাও তুলে ধরেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখনও সংস্কারাধীন এবং বাফুফে ভবনের পাশের টার্ফও ব্যবহারযোগ্য নয়। কমলাপুর স্টেডিয়ামের টার্ফও প্রায় অকেজো, ফলে নারী খেলোয়াড়দের ভোরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বসুন্ধরায় প্রশিক্ষণ নিতে হয়। প্রধান উপদেষ্টা সব সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে লিখিত আকারে দাবিগুলো জমা দেওয়ার পরামর্শ দেন এবং সমাধানের আশ্বাস দেন।
সাবিনা আরও জানান, প্রীতি ম্যাচ খেলার সুযোগ কম হওয়ায় নারী ফুটবলারদের উন্নতিতে বাধা তৈরি হচ্ছে। আর্থিক সংকটের কারণে বাফুফে নিয়মিত ম্যাচ আয়োজন করতে পারে না, তাই সরকারী সহযোগিতা জরুরি বলে উল্লেখ করেন তারা। নতুন সভাপতি তাবিথ আউয়ালকে তারা তাদের প্রয়োজনীয় চাহিদাগুলো জানাবেন বলেও জানান।
এর আগে নারী ফুটবল দল সরকারের কাছ থেকে গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবর্ধনা পেলেও এবার সংবর্ধনাস্থল ছিল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা। এই ভিন্ন সংবর্ধনাস্থল সম্পর্কে অধিনায়ক সাবিনা বলেন, ‘গুণী মানুষদের সঙ্গে দেখা করতে পারা সবসময়ই আনন্দের।’
মন্তব্য করুন