স্পেনের ভ্যালেন্সিয়ায় ভয়াবহ বন্যার পরিণতি হিসেবে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভ্যালেন্সিয়ার শনিবারের (২ অক্টোবরের) নির্ধারিত ম্যাচ স্থগিত করা হয়েছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ভ্যালেন্সিয়া অঞ্চলের সব ম্যাচ স্থগিত করেছে, যেখানে অন্তত ৯৫ জনের মৃত্যু এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
এদিকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রিয়াল মাদ্রিদ এবং রেড ক্রস যৌথভাবে বন্যাক্রান্তদের সহায়তায় ১ মিলিয়ন ডলার (প্রায় ৮৪৫ মিলিয়ন পাউন্ড) অনুদান দিয়েছে। ‘এই অনুদানটি বর্তমান সঙ্কটে থাকা অসংখ্য পরিবারের সহায়তায় ব্যবহৃত হবে, যারা আমাদের সহমর্মিতা এবং সাহায্যের প্রয়োজন,’ রিয়াল এক বিবৃতিতে জানায়।
বন্যার প্রেক্ষিতে ভিয়ারিয়ালের রায়ো ভায়োকানোর বিপক্ষে লা লিগার ম্যাচসহ আরও কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সেগুন্ডা ডিভিশনে কাস্টেলন বনাম আরসি ফেরোল, সিডি এলদেনসে বনাম এসডি হুয়েস্কা এবং মালাগা বনাম লেভান্তের ম্যাচও স্থগিত করা হয়েছে।
নারীদের লিগা এফ-এর ম্যাচগুলোর মধ্যেও স্থগিতাদেশ এসেছে, যার মধ্যে রয়েছে ভ্যালেন্সিয়া বনাম ডেপোর্তিভো লা করুনা এবং রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের ম্যাচ।
আরএফইএফ জানিয়েছে যে লা লিগা, লিগা এফ এবং সংশ্লিষ্ট ক্লাবগুলো বন্যার প্রেক্ষিতে সকল পেশাদার ম্যাচ স্থগিত করার অনুরোধ জানায়। ইতিমধ্যেই বেশ কিছু কোপা দেল রে ম্যাচ পুনঃনির্ধারণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে ভ্যালেন্সিয়ার পারলা এসকুয়েলায় ভ্রমণ।
সপ্তাহান্তে যে সব লা লিগা ম্যাচ হবে সেগুলোতেও এক মিনিটের নীরবতা পালন করা হবে, যা স্প্যানিশ ফুটবলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের উদ্দেশ্যে এবং বিশেষ করে মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাবে বলে আরএফইএফ জানিয়েছে।
মন্তব্য করুন