সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটবল দলকে ১ কোটি টাকার পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকায় ফিরলে বাফুফে ভবনে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।
অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আগামী শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাঁর বাসভবন যমুনায় দলটির জন্য সংবর্ধনার আয়োজন করবেন।
উল্লেখ্য, বুধবার নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক দল নেপালকে ২–১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়া উপদেষ্টা। অন্যদিকে, সাফজয়ী দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অভিনন্দন জানিয়ে এই পুরস্কার ঘোষণা করেন, যা টানা দ্বিতীয় সাফ শিরোপার স্বীকৃতিস্বরূপ দলটিকে দেওয়া হবে।
মন্তব্য করুন