বেশ নাটকীয়তার পর চলতি বছরের ফুটবলের সেরা পুরস্কার ব্যালন ডি’অর উঠে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রির হাতে। তবে এ নিয়ে কম বিতর্ক সৃষ্টি হয়নি। রদ্রির হাতে ব্যালন ডি’অর উঠলেও অনেকের মতে, রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের এ পুরস্কারের যোগ্য দাবিদার ছিল। এমনকি ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও ভিনিসিয়ুসকে এগিয়ে রাখার ইঙ্গিত দেন। ভোটাভুটিতে রদ্রির জয় মেনে নিতে রিয়াল মাদ্রিদের অনীহা দেখা গেছে, যা নিয়ে বিতর্কও কম হয়নি।
বিগত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে অনুপ্রেরণাদায়ী ভূমিকা রাখায় ভিনিসিয়ুসের জয়ের সম্ভাবনা নিয়ে বেশ আগে থেকেই আলোচনা হচ্ছিল। তবে প্যারিসে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রদ্রি পুরস্কার জিতে নেওয়ায় রিয়াল মাদ্রিদ ক্ষোভ প্রকাশ করে এবং অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নেয়।
ব্যালন ডি'অর আয়োজক ভিনসেন্ট গার্সিয়া জানান, ভিনিসিয়ুস সম্ভবত তার মাদ্রিদ সতীর্থ জুড বেলিংহ্যাম ও দানি কারভাহালের কারণে জয় পাননি এবং শেষ মুহূর্তে রদ্রি এগিয়ে যান।
গার্দিওলা সংবাদ সম্মেলনে বলেন, ‘ভিনিসিয়ুস জয়ী হতে পারত কি? হয়তো। এই ভোট গণমাধ্যম থেকে আসে, একটি নির্দিষ্ট গোষ্ঠীর মতামত নয়। এটি বিশ্বজুড়ে নানা মতামতের প্রতিফলন। এটি ফুটবলকে সুন্দর করে তোলে।’
রিয়াল মাদ্রিদের বয়কট প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তাদের সিদ্ধান্ত। তারা অভিনন্দন জানাতে চায়, ভালো কথা। না জানাতে চায়, সেটাও তাদের ইচ্ছা। ম্যানচেস্টার সিটি অন্য ক্লাবের বিষয়ে বিচার করতে নেই।’
রদ্রির প্রথমবারের মতো ম্যানচেস্টার সিটির জন্য ব্যালন ডি’অর জয়ের প্রসঙ্গে গার্দিওলা গর্বিত। তিনি বলেন, ‘এটা একটা আনন্দের বিষয়। সবাইকে এই ফলাফল মেনে নিতে হবে। এই পুরস্কার প্রাপ্তি আমাদের জন্য প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতোই গুরুত্বপূর্ণ। আমরা গর্বিত।’
এদিকে রদ্রি এসিএল ইনজুরিতে পড়ায় এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের মুকুট ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিটি। গার্দিওলার জন্য এটি হতে পারে তার ম্যানচেস্টার সিটিতে শেষ মৌসুম।
️ Pep Guardiola: "Vini should've won Ballon d'Or? Maybe, but it's what happened. It's journalists, it's not a group of elite people that decide what they have to do." "It's all around the world, it's not just one country votes. It's all around the world, different opinions." pic.twitter.com/ZPU68haUzy — CentreGoals. (@centregoals) October 29, 2024
মন্তব্য করুন