স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

এল ক্লাসিকোতে কেমন হতে পারে দু’দলের একাদশ?

ভিনি ও রাফিনহার ওপর নজর থাকবে ম্যাচের গতিপথ ঘোরানোর জন্য। ছবি : সংগৃহীত
ভিনি ও রাফিনহার ওপর নজর থাকবে ম্যাচের গতিপথ ঘোরানোর জন্য। ছবি : সংগৃহীত

লা লিগার হাই ভোল্টেজে ম্যাচে কিছুক্ষণ পরেই মাঠে নামবে দুই ফুটবল জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই উত্তেজনাপূর্ণ লড়াইতে দুই দলের সমর্থকরা নিঃসন্দেহে একটি অসাধারণ ম্যাচের প্রত্যাশা করছেন। একদিকে রিয়াল মাদ্রিদ তাদের চোটপ্রবণ খেলোয়াড়দের নিয়ে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও ঘরের মাঠে শক্তিশালী পারফর্ম করার জন্য প্রস্তুত, অন্যদিকে বার্সেলোনা একদম ভিন্ন গতিতে চলেছে এবং দুর্দান্ত ফর্মে রয়েছে। তাদের লক্ষ্য হলো লিগে শীর্ষ স্থান ধরে রাখা এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেমন হতে যাচ্ছে দু’দলের একাদশ দেখে নেওয়া যাক:

রিয়াল মাদ্রিদ: চোটের মুখে দলের পুনর্গঠন এবং জয়ের লক্ষ্যে

রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচে চোটের কারণে অনুপস্থিত থাকবেন, যার ফলে গোলপোস্টের দায়িত্বে থাকবেন আন্দ্রেই লুনিন। এই ইউক্রেনীয় গোলরক্ষক এ মৌসুমে তৃতীয়বারের মতো মাঠে নামবেন। গত মৌসুমে তার অসাধারণ পারফর্মেন্সের জন্য এবারের ইয়াসিন ট্রফির মনোনয়ন পেয়েছিলেন তিনি। লুনিনকে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ বার্সেলোনার আক্রমণভাগে রয়েছেন রাফিনহা, লামিনে ইয়ামাল এবং রবার্ট লেভানডফস্কির মতো খেলোয়াড়, যারা দুর্দান্ত ফর্মে রয়েছেন।

রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় এদার মিলিতাও এবং অ্যান্টনি রুডিগারের ওপর দায়িত্ব থাকবে বার্সেলোনার দ্রুতগতির আক্রমণ প্রতিহত করার। অন্যদিকে, ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম, যিনি তিনটি এল ক্লাসিকোতে টানা গোল করার চেষ্টায় থাকবেন। এ ছাড়াও, দলটির ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র প্রতিপক্ষের রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করতে প্রস্তুত, কারণ তিনি এল ক্লাসিকোতে অতীতেও বেশ সফল ছিলেন। এছাড়াও দলে আছে বর্তমান সময়ের অন্যতম প্রতিভাবান স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। তিনিও চেষ্টায় থাকবেন এল ক্লাসিকোতে গোল করে নিজের প্রতিভার পরিচয় দিতে।

রিয়ালের সম্ভাব্য একাদশ:

আন্দ্রেই লুনিন, লুকাস ভাসকেজ, এডার মিলিতাও, অ্যান্টনি রুডিগার, ফেরলাঁ মেন্দি, ফেদে ভালভের্দে, অরেলিয়েঁ চুয়ামেনি, লুকা মদরিচ/এদুয়ার্দো কামাভিঙ্গা, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাাপ্পে এবং ভিনিসিয়ুস জুনিয়র।

বার্সেলোনা: নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে জয়ের প্রত্যাশা

বার্সেলোনা এই মৌসুমে একদম ভিন্নভাবে নিজেদের মেলে ধরছে এবং দারুণ ফর্মে রয়েছে। কোচ হান্সি ফ্লিকের অধীনে তারা এখন পর্যন্ত শুধু একটি লিগ ম্যাচ হেরেছে। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৪-১ গোলের জয়ে তারা তাদের শক্তিমত্তা ও সমন্বিত পারফর্মেন্সের প্রমাণ দিয়েছে। এই ম্যাচে বার্সেলোনার গোলরক্ষক হিসেবে থাকবেন ইনাকি পেনা, যিনি মার্ক-আন্দ্রে টার স্টেগেনের অনুপস্থিতিতে দলের হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদের শক্তিশালী আক্রমণভাগের মোকাবিলা করতে পেনাকে পুরোপুরি মনোযোগী থাকতে হবে।

বার্সেলোনার রক্ষণভাগে হান্সি ফ্লিক তরুণ খেলোয়াড় পাও কুবরাসি এবং জুলস কুন্ডেকে নিয়ে আসছেন, যারা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং এল ক্লাসিকোতে নিজেদের পারফর্মেন্স প্রদর্শন করতে উদগ্রীব। এই ম্যাচে রাফিনহার উপর বিশেষ নজর থাকবে, কারণ তিনি বায়ার্নের বিপক্ষে হ্যাটট্রিক করে প্রমাণ করেছেন যে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।

এ ছাড়াও বার্সার ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি, যিনি এই মৌসুমে এখনও পর্যন্ত ১২টি গোল করেছেন, রিয়াল মাদ্রিদের রক্ষণকে কাঁপিয়ে দিতে প্রস্তুত।

বার্সার সম্ভাব্য একাদশ:

ইনাকি পেনা, বালদে, পাউ কুবারসি, ইনিগো মার্তিনেজ, জুলস কুন্দে, পেদ্রি, মার্ক কাসাদো, ফেরমিন লোপেজ/দানি ওলমো, রাফিনিয়া, লামিনে ইয়ামাল এবং রবার্ট লেভানডফস্কি।

এই হাই-ভোল্টেজ ম্যাচটি নিয়ে দু’দলই সমান আত্মবিশ্বাসী, তবে মাঠের পারফর্মেন্সই শেষ পর্যন্ত বলে দেবে কারা জয়লাভ করবে এবারের এল ক্লাসিকোতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন প্রতারণা / কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র

‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন’

‘ফুল টাইম’ প্রশাসক পাচ্ছে সিটি করপোরেশন

রাষ্ট্র পরিচালনার মেয়াদ ৪ বছর হওয়া উচিত : স্থানীয় সরকার উপদেষ্টা

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তারের খবরে শ্রীমঙ্গলে আনন্দ মিছিল

রাজবাড়ীতে বিএনপি অফিস ভাঙচুর

ডি-৮ সম্মেলনে অংশ নিতে আমন্ত্রণ পেলেন ড. ইউনূস

জাবিতে শিবিরবিরোধী মিছিলকারীদের শিবিরের অভিনন্দন!

হাসপাতালের সামনে চিকিৎসার অভাবে মারা গেলেন অজ্ঞাত ব্যক্তি

৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন কং-রে

১০

সিন্ডিকেট ভাঙতে বরিশালে ন্যায্যমূল্যের দোকান

১১

১৭ বছর শিকলবন্দি হোসেন আলী, তদন্তে মানবাধিকার কমিশন 

১২

চট্টগ্রামে জুস ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে

১৩

বুড়িগঙ্গা দূষণে ৪০ শতাংশ দায়ী ২৫১ পয়োনিষ্কাশন লাইন

১৪

মিরপুরে সাকিবের খেলতে না পারা নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য

১৫

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৬

এক পরিবর্তন নিয়ে সাফের ফাইনালে নামছে বাংলাদেশ

১৭

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনেও প্রোটিয়া দাপট, চাপে বাংলাদেশ

১৮

সবার জন্য ভিটামিন সমৃদ্ধ নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের দাবি

১৯

সাঈদীকে হত্যা করা হয়েছে, দাবি মাসুদ সাঈদীর

২০
X