স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জয়হীন ম্যানইউ, অসন্তুষ্ট খেলোয়াড়রা

আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত
আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা দলের ইউরোপা লিগের ম্যাচে ফেনারবাচের সঙ্গে ১-১ গোলের ড্রকে ‘বড় হতাশা’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইউনাইটেডের পক্ষে প্রথমে ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করেন, তবে দ্বিতীয়ার্ধের ঠিক পরেই মরোক্কোর ফুটবলার ইউসুফ এন-নেসিরি সমতা আনেন। ওনানা অবশ্য প্রথমার্ধে এন-নেসিরির শটের বিরুদ্ধে একটি দারুণ ডাবল সেভ করে ইউনাইটেডের হার ঠেকান। তবে ম্যাচের পর ওনানা জানান, ড্রেসিং রুমে কেউই ‘খুশি নয়’।

ওনানা টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা আমার এবং ভক্তদের জন্য বড় হতাশা, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে জয়ের চেষ্টা করা আপনার দায়িত্ব। আমরা জিততে পারিনি, তবে অন্তত হারিনি। অবশ্যই খুশি নই, তবে আমরা দায়িত্ব নিয়ে এগিয়ে যাব।’

‘আমরা দ্বিতীয়ার্ধে একটি দ্রুত গোল খেয়েছিলাম, আমাদের চরিত্র দেখাতে হয়েছিল এবং আমি মনে করি আমরা তা করেছি। আমরা জিততে পারিনি, তবে আমি মনে করি আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’

ইস্তানবুলের এই উত্তেজনাপূর্ণ রাতের মধ্যে, ফেনারবাচের ম্যানেজার হোসে মরিনহো দ্বিতীয়ার্ধে তার দলের একটি পেনাল্টি চাওয়ার পরে প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ম্যাচ শেষে মরিনহো রেফারি ক্লেমেন্ট তুরপিনের ব্যাখ্যাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন।

তবে, ১০ জন খেলোয়াড়ের চোট বা সাসপেনশন থাকা সত্ত্বেও ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ আগামী রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান।

ডাচ কোচ বলেন, ‘আমরা দেখিয়েছি যে আমরা একটি দল, যাকে হারানো কঠিন। আমরা এর থেকে আত্মবিশ্বাস নিতে পারি এবং ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলায় সেটা কাজে লাগাতে হবে।’

‘আমাদের জিততে হতো এবং আমরা সেই অবস্থানে ছিলাম। আমরা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু আমাদের আরও নির্ধারণমূলক হতে হবে। আমরা প্রতিপক্ষকে এক পয়েন্ট পেতে দিয়েছি।’

ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনি ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামার পর ইনজুরিতে পড়েন। ব্রাজিলিয়ান খেলোয়াড়কে স্ট্রেচারে মাঠ থেকে বের করা হয় এবং স্টেডিয়াম ছাড়ার সময় তাকে একটি প্রোটেক্টিভ বুট পরতে দেখা যায়।

টেন হাগ আরও যোগ করেন, ‘তার অনুশীলনের পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে সে খেলার যোগ্য ছিল। কিন্তু দ্রুত মাঠ ছাড়তে হওয়া খুবই দুঃখজনক। আশা করি, ব্যাপারটা তেমন গুরুতর নয়। আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করব চূড়ান্ত মূল্যায়নের জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে বাজার সহনশীল করার চেষ্টা করা হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার ফেল করলে আমার-আপনার বিপদ আছে : এ্যানি

অর্থমন্ত্রী পদে বিলিয়নিয়ারকে বেছে নিলেন ট্রাম্প

‘বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা অব্যাহত রাখবে’

‘৭০-এর অনুচ্ছেদ বাতিল করে হাত তোলা এমপি বাদ দিতে হবে’

আরও সেন্ট্রিফিউজ চালু, পরমানু অস্ত্র তৈরি শুরুর ইঙ্গিত ইরানের?

সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনের পরামর্শ

বৃদ্ধার ভাতার টাকা ইউপি সদস্যের পকেটে

মেসি যাচ্ছেন না বার্সার অনুষ্ঠানে

‘শিবিরের নামে অপপ্রচার ভিত্তিহীন’

১০

ড্রেনের ওপর ঢালাই দিয়ে রাস্তা বৃদ্ধি

১১

জানা গেল অক্টোবর মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা

১২

অন্তর্বর্তী সরকারকে সঠিক ইতিহাস নির্ধারণের আহ্বান মঈন খানের

১৩

ফার্মগেটে ব্যাংকের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

১৪

আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের পরামর্শ

১৫

মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনায় মায়ামি

১৬

‘একটা মূর্তি বানাতে হাজার কোটি টাকা অপচয় হয়েছে’

১৭

ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ প্রদান মামলার রায় স্থগিত

১৮

কদমতলীতে ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

১৯

কায়কোবাদ-তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবি সনাতন ধর্মাবলম্বীদের

২০
X