স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১২:২৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও জয়হীন ম্যানইউ, অসন্তুষ্ট খেলোয়াড়রা

আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত
আরও এক হতাশার ড্রয়ের পর ম্যানইউর খেলোয়াড়রা। ফুটবল : সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার আন্দ্রে ওনানা দলের ইউরোপা লিগের ম্যাচে ফেনারবাচের সঙ্গে ১-১ গোলের ড্রকে ‘বড় হতাশা’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইউনাইটেডের পক্ষে প্রথমে ক্রিশ্চিয়ান এরিকসেন গোল করেন, তবে দ্বিতীয়ার্ধের ঠিক পরেই মরোক্কোর ফুটবলার ইউসুফ এন-নেসিরি সমতা আনেন। ওনানা অবশ্য প্রথমার্ধে এন-নেসিরির শটের বিরুদ্ধে একটি দারুণ ডাবল সেভ করে ইউনাইটেডের হার ঠেকান। তবে ম্যাচের পর ওনানা জানান, ড্রেসিং রুমে কেউই ‘খুশি নয়’।

ওনানা টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এটা আমার এবং ভক্তদের জন্য বড় হতাশা, ম্যানচেস্টার ইউনাইটেডের একজন খেলোয়াড় হিসেবে জয়ের চেষ্টা করা আপনার দায়িত্ব। আমরা জিততে পারিনি, তবে অন্তত হারিনি। অবশ্যই খুশি নই, তবে আমরা দায়িত্ব নিয়ে এগিয়ে যাব।’

‘আমরা দ্বিতীয়ার্ধে একটি দ্রুত গোল খেয়েছিলাম, আমাদের চরিত্র দেখাতে হয়েছিল এবং আমি মনে করি আমরা তা করেছি। আমরা জিততে পারিনি, তবে আমি মনে করি আমরা তাদের চেয়ে ভালো ছিলাম।’

ইস্তানবুলের এই উত্তেজনাপূর্ণ রাতের মধ্যে, ফেনারবাচের ম্যানেজার হোসে মরিনহো দ্বিতীয়ার্ধে তার দলের একটি পেনাল্টি চাওয়ার পরে প্রতিবাদ জানিয়ে মাঠ থেকে বের করে দেওয়া হয়। ম্যাচ শেষে মরিনহো রেফারি ক্লেমেন্ট তুরপিনের ব্যাখ্যাকে ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন।

তবে, ১০ জন খেলোয়াড়ের চোট বা সাসপেনশন থাকা সত্ত্বেও ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ আগামী রোববার ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে ইতিবাচক দিকগুলো তুলে ধরতে চান।

ডাচ কোচ বলেন, ‘আমরা দেখিয়েছি যে আমরা একটি দল, যাকে হারানো কঠিন। আমরা এর থেকে আত্মবিশ্বাস নিতে পারি এবং ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলায় সেটা কাজে লাগাতে হবে।’

‘আমাদের জিততে হতো এবং আমরা সেই অবস্থানে ছিলাম। আমরা সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু আমাদের আরও নির্ধারণমূলক হতে হবে। আমরা প্রতিপক্ষকে এক পয়েন্ট পেতে দিয়েছি।’

ইউনাইটেডের উইঙ্গার অ্যান্টনি ম্যাচের শেষের দিকে বদলি খেলোয়াড় হিসেবে নামার পর ইনজুরিতে পড়েন। ব্রাজিলিয়ান খেলোয়াড়কে স্ট্রেচারে মাঠ থেকে বের করা হয় এবং স্টেডিয়াম ছাড়ার সময় তাকে একটি প্রোটেক্টিভ বুট পরতে দেখা যায়।

টেন হাগ আরও যোগ করেন, ‘তার অনুশীলনের পারফরম্যান্স এতটাই ভালো ছিল যে সে খেলার যোগ্য ছিল। কিন্তু দ্রুত মাঠ ছাড়তে হওয়া খুবই দুঃখজনক। আশা করি, ব্যাপারটা তেমন গুরুতর নয়। আমরা ২৪ ঘণ্টা অপেক্ষা করব চূড়ান্ত মূল্যায়নের জন্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক-আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত দুর্নীতি দমন কমিশন গঠনের আহ্বান

ঢাবি মুজিব হলের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল করায় ৫ নেতাকর্মী রিমান্ডে

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহিদুজ্জমান ৪ দিনের রিমান্ডে

টঙ্গীতে বিএনপি নেতা নূরুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ

যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায়, বরখাস্ত দুই রেল কর্মচারী

অভিনেতা মাসুদ আলী খান আর নেই

গাজীপুর মহানগর মোটর শ্রমিক লীগের সভাপতি গ্রেপ্তার

তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ জাপান বিএনপি

১৭ বছরের শহীদ খালিদের শরীরে বুলেটের ৭০টি ছিদ্র

১০

লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে নিহত ৫

১১

বিডিইউ উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধি দলের সাক্ষাৎ

১২

আরও রোহিঙ্গা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা 

১৩

সাফজয়ী সাবিনা-ঋতুপর্ণাদের জন্য পুরস্কারের ঘোষণা বিসিবির

১৪

‘নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন শেখ হাসিনা’

১৫

দুর্যোগ মোকাবিলার গবেষণায় সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন : ঢাবি উপাচার্য

১৬

ঢাকা সফরে আসছেন মার্কিন কর্মকর্তারা

১৭

প্রিমিয়ার ব্যাংকের ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

১৮

প্রোটিয়াদের কাছে লজ্জার হারে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১৯

সোহাগের নতুন গান

২০
X