স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কোচের জন্য সিটির সাথে ম্যানইউর লড়াই

কারা পাবে আমোরিমকে? সিটি না ইউনাইটেড? ছবি : সংগৃহীত
কারা পাবে আমোরিমকে? সিটি না ইউনাইটেড? ছবি : সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মধ্যে লড়াই জমে উঠেছে। না ফুটবল মাঠের লড়াইয়ের কথা বলা হচ্ছে না, সেই লড়াইয়ে রেড ডেভিলরা যোজন যোজন পিছিয়ে। ম্যানচেস্টারের দুই ক্লাবের লড়াই মূলত নতুন কোচ নিয়ে।

পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের কোচ রুবেন আমোরিমের সঙ্গে দলের কোচ হওয়ার ব্যাপারে যোগাযোগ করেছে ম্যানইউ। এমনটাই শোনা যাচ্ছে, যদিও এরিক টেন হাগ এখনো ক্লাবের কোচ হিসেবে আছেন। তবে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় কাটেনি, বিশেষ করে ইউনাইটেডের চলতি মৌসুমে ধীরগতির শুরুর কারণে।

অক্টোবরের আন্তর্জাতিক বিরতির সময় টেন হাগের অবস্থান পর্যালোচনা করা হলেও তিনি দায়িত্বে টিকে যান এবং সাম্প্রতিক ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলের জয় এনে দলকে কিছুটা চাপমুক্ত করেন। তবুও তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

স্কাই স্পোর্টস জার্মানির প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার ইউনাইটেড সম্ভাব্য কোচ পরিবর্তনের প্রস্তুতি হিসেবে ৩৯ বছর বয়সী রুবেন আমোরিমের সাথে যোগাযোগ করেছে। যদিও টেন হাগের ওপর এখনো আস্থা রয়েছে, ক্লাবটি ভবিষ্যতের জন্য বিকল্প খুঁজে রাখছে।

এদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের এই পদক্ষেপের কারণ হতে পারে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিরও আমোরিমের প্রতি আগ্রহ। দ্য গার্ডিয়ানের মতে, পেপ গার্দিওলা যদি মৌসুম শেষে সিটি ছাড়েন, তবে আমোরিম তার সম্ভাব্য উত্তরসূরি হতে পারেন।

স্পোর্টিং সিপির বর্তমান ক্রীড়া পরিচালক হুগো ভিয়ানা আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন বলে নিশ্চিত করা হয়েছে। তবে আমোরিম জানিয়েছেন, তার ভবিষ্যৎ নিয়ে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ভিয়ানা এবং আমোরিম পেশাগতভাবে বন্ধু হলেও, তারা আলাদা আলাদা পেশাগত পথে হাঁটবেন বলে স্পষ্ট করেছেন আমোরিম।

‘হুগো ভিয়ানা সবসময় একজন ভালো বন্ধু থাকবে, তবে একদিন তার পেশাগত পথ ভিন্ন হবে,’ বলেছেন আমোরিম। ‘আমরা এ নিয়ে কোনো আলোচনা করিনি। এটি দুটি ভিন্ন পথ। ভিয়ানা তার পথে এগোবে, আমি আমার পথে।’

এখন দেখা যাক, ইউনাইটেডের নতুন কোচের খোঁজে আমোরিম আসলে কতটা গুরুত্ব পায় এবং ম্যানচেস্টার সিটি তাকে তাদের ভবিষ্যতের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে কি না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক থেকে মালামাল লুট করার সময় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

জাতিসংঘের কাছে সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরল জামায়াত

খুলনায় হাসিবুর হত্যায় ২১ ছাত্রলীগ নেতার যাবজ্জীবন

সফলতার সাথে টিসিএস আমস্টারডাম ম্যারাথন সম্পন্ন দৌড়বিদ ইমামুরের

সরকারের সুতোয় টান কোথায় থেকে আসছে জানতে চায় জনগণ : রিজভী

চবিতে শিক্ষার্থীদের ওপর হামলা, গ্রেপ্তার ৫

তামাকের ক্ষতিহ্রাস পণ্যের নিয়ন্ত্রণে যুক্তিসংগত নীতিমালা চায় বেন্ডস্টা

নাইকো দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৭ ইসরায়েলি গ্রেপ্তার

১০

পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, আহত ৫ 

১১

বিএসআরএফ সদস্যদের জন্য গ্রুপ বিমা চুক্তি

১২

‘আন্দোলনে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশের নির্দেশ’

১৩

বিডিআর বিদ্রোহ : বিস্ফোরক আইনের মামলা শুনানির নতুন তারিখ 

১৪

মুম্বাইতে শাকিব খান 

১৫

৩৬ হাজার কোটি টাকা আত্মসাৎ / সালমান এফ রহমানের তথ্য চেয়ে ৬৩ ব্যাংকে দুদকের চিঠি

১৬

ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

১৭

চলে গেলেন আয়রন মেডেন গায়ক পল ডি’আনো

১৮

পায়রা বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১৯

হাসিনার পদত্যাগপত্রের অবশ্যই ভূমিকা রয়েছে : ফরহাদ মজহার

২০
X