স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
সাফ নারী চ্যাম্পিয়নশিপ

শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের রক্ষা

সাফ নারী চ্যাম্পিয়নশিপে টিকে রইলো সাবিনারা। ছবি : সংগৃহীত
সাফ নারী চ্যাম্পিয়নশিপে টিকে রইলো সাবিনারা। ছবি : সংগৃহীত

কাঠমান্ডুতে রোববার (২০ অক্টোবর) পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-১ ড্র করে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ যোগ করা সময়ের প্রথম মিনিটেই সমতা ফেরায় শামসুন্নাহার জুনিয়রের হেডে। এই ড্রয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা কাটিয়ে বাঁচল বাংলাদেশ।

আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ড্র করলেই সেমিফাইনালে পা রাখবে বাংলাদেশ। এমনকি ২ গোলের বেশি ব্যবধানে না হারলেও সেমিফাইনালে ওঠা সম্ভব। ভারতের কাছে পাকিস্তানের ৫-২ গোলের হার বাংলাদেশের জন্য সামান্য সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে।

মাঠে পাকিস্তানের খেলোয়াড়রা শারীরিকভাবে এগিয়ে ছিল এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বেড়ে ওঠা ছয় খেলোয়াড়ের উপস্থিতি পাকিস্তানকে শক্তিশালী করেছিল। প্রথমার্ধের ৩২ মিনিটে যুক্তরাজ্যপ্রবাসী পাকিস্তানি ফরোয়ার্ড জাহমিনা সামিন মালিকের গোলে পাকিস্তান এগিয়ে যায়। বাংলাদেশ রক্ষণের ভুলে গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগায় পাকিস্তান।

গোলের পর পাকিস্তান দল রক্ষণভাগকে শক্তিশালী করে বাংলাদেশের প্রতিটি আক্রমণ ঠেকানোর চেষ্টা করে। পাঁচজন ডিফেন্ডারসহ পুরো দলই নিচে নেমে রক্ষণ সামলায়। গোলকিপার নিশা আশরাফ ও অধিনায়ক মারিয়া খান বিশেষভাবে দলের রক্ষণে অবদান রাখেন। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের চাপে তারা টিকে থাকতে পারেনি। ম্যাচের ৯১ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে শামসুন্নাহার জুনিয়র হেড করে সমতা আনেন।

বাংলাদেশের কোচ পিটার বাটলার দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি পরিবর্তন করেন। ৬৯ মিনিটে অধিনায়ক সাবিনাকে তুলে কৃষ্ণা রানীকে মাঠে নামান, এরপর তহুরা খাতুন ও মনিকা চাকমার বদলে নামেন সাগরিকা ও মারিয়া। পুরো ম্যাচে বাংলাদেশের হয়ে দারুণ খেলেছেন মনিকা চাকমা এবং তিনিই ম্যাচসেরা নির্বাচিত হন। বাংলাদেশ প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।

গত সাফ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিলেও এবার তাদের বিপক্ষে ড্র করে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। তবে সেমিফাইনালে ওঠার স্বপ্ন এখনো বেঁচে আছে। ম্যাচটি দিয়ে সাফে অভিষেক হলো আফঈদা খন্দকার ও কোহাতি কিসকুর। তাদের অভিষেকের দিনে জয় না এলেও শেষ মুহূর্তের গোলে স্বস্তি পেয়েছে বাংলাদেশ দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের সহায়তা ছাড়া তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয়

ডাক ও টেলিযোগাযোগ খাতের দুর্নীতি অনুসন্ধানে টাস্কফোর্স গঠন

মুগদা থানার ০৬নং ওয়ার্ডে ছাত্রদলের কর্মিসভা

দুদকের অনাপত্তিপত্র ছাড়াই থার্ড টার্মিনালের পিডি নিয়োগ

সাফল্যের ৭ বছরে দেশের শীর্ষস্থানীয় বিউটি ই-কমার্স ‘চারদিকে’

সিরাজগঞ্জে ট্রিপল মার্ডারের আসামি রাজীবের মৃত্যুদণ্ড

মহিলা পরিষদের বিবৃতি / নারীকে আজ আর ঘরেও নিরাপদ রাখা যাচ্ছে না

প্রকল্পের কাজ ঠিকাদার নয়, বাংলাদেশ বান্ধব হতে হবে : দুদক চেয়ারম্যান

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এলজির উদ্যোগে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ ২০২৫’

১০

ওয়্যারড্রবে গুলি ও অস্ত্র রেখে দেন ইফতি, অতঃপর...

১১

আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করলেন নুর

১২

জামায়াতকে ‘ধর্ম ব্যবসায়ী-প্রতারক’ আখ্যা বিএনপি নেতা বাচ্চুর

১৩

খেলাফত মজলিস-এনসিপির সংলাপ, ৮ দফা ঐকমত্য

১৪

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে আবেদনের সময় বাড়ল

১৫

৩০ হাজার তরুণকে নিয়োগ দিল ফিলিস্তিন যোদ্ধারা

১৬

ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে প্রিন্সের শুভেচ্ছা বিনিময় 

১৭

বেঁচে থাকার লড়াইয়ে কচ্ছপ খাচ্ছে গাজাবাসী

১৮

আসছে ইমন-দীঘির ‘দেনাপাওনা’

১৯

জিয়া মঞ্চের সভাপতি হওয়া সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা বহিষ্কার

২০
X