শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

বার্সায় ইয়ামাল মেসি, ক্রুইফের মতো হবেন

ইয়ামালকে মেসির সাথে তুলনা করলেন ডেকো। ছবি : সংগৃহীত
ইয়ামালকে মেসির সাথে তুলনা করলেন ডেকো। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে ফুটবলের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হিসেবে ধরা হয় বার্সার তরুণ ফুটবলার লামিন ইয়ামালকে। এমনকি বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসির মতোই প্রতিভাবান ভাবা হয় তাকে। ইয়ামাল নিজে অবশ্য এই তুলনায় যেতে চান না তবে তাই বলে মেসির সাথে তাকে তুলনা করা তো আর থেমে থাকে না। এবার সেই তালিকায় যোগ দিলেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো।

বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো বলেছেন, তরুণ তারকা লামিনে ইয়ামালের মধ্যে সব গুণাবলী আছে তাকে বার্সার ‘প্রতীকী খেলোয়াড়’ হিসেবে গড়ে তোলার। মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল স্পেনের ইউরো ২০২৪ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। এই মৌসুমে বার্সার হয়ে ১১টি ম্যাচে ৫টি গোল করেছেন এবং আরও ৫টি গোলের সুযোগ তৈরি করেছেন।

ডেকো সম্প্রতি আরএসি১ রেডিওতে বলেন, ‘লামিন তার নিজের ইতিহাস বার্সেলোনায় লিখছে, যেমন লিওনেল মেসি, জোহান ক্রুইফ, আন্দ্রেস ইনিয়েস্তা বা রোনালদিনহো তাদের সময়ে করেছিলেন। তার সব গুণ আছে বার্সেলোনার প্রতীকী খেলোয়াড় হয়ে উঠতে। তাকে আমাদের ভালোভাবে দেখাশোনা করতে হবে।’

ইয়ামাল তার বয়সী খেলোয়াড়দের মধ্যে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন। ২০২৩ সালে ১৫ বছর বয়সে বার্সার হয়ে অভিষেকের পর তিনি বেশ কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন। ১৬ বছর বয়সে লা লিগার সর্বকনিষ্ঠ গোলদাতা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। ইউরো ২০২৪-এ ‘টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়’ খেতাবও জিতেছেন তিনি।

ইয়ামালের এই সাফল্য তাকে বার্সেলোনার কিংবদন্তি মেসির সাথে তুলনা এনে দিয়েছে। ডেকো বলেন, ‘লিও ছিল সময়ের তুলনায় বেশি বিস্ফোরক খেলোয়াড়, কিন্তু লামিন মাত্র ১৭ বছরের এবং ইতিমধ্যেই ইউরো জয়ী। লিও একটি জয়ী প্রজন্মের মধ্যে বেড়ে উঠেছিল, যা তাকে আরও বেশি সময় দিয়েছিল। কিন্তু লামিন একটি নবীন প্রজন্মের অংশ, যারা নতুনভাবে তৈরি হচ্ছে। তার অসাধারণ পরিপক্বতা আছে বয়সের তুলনায়।’

বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তা সম্প্রতি জানান, গত গ্রীষ্মে ইয়ামালের জন্য ২৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ক্লাব। এছাড়া ইয়ামালের ইনজুরি নিয়ে ডেকো বলেন, ‘তরুণ খেলোয়াড়রা অনেক ম্যাচে অংশগ্রহণ করে, যা তাদের উপর চাপ সৃষ্টি করে। আমাদের লামিনেকে ভালোভাবে যত্ন নিতে হবে, কারণ সে এখনও গঠন প্রক্রিয়ায় আছে।’

এদিকে, লাপোর্তা জানিয়েছেন যে বার্সেলোনা এবং নাইকের মধ্যে নতুন স্পন্সরশিপ চুক্তি সম্পন্ন হতে যাচ্ছে, যা আগামী ১০ বছরের জন্য ফুটবলের সেরা চুক্তি হবে বলে তিনি মনে করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে : নাসীরুদ্দীন

ঢাকায় মসজিদ দখল করতে হামলা, আহত ৫

যত দ্রুত সম্ভব নির্বাচন দিন : আব্দুস সালাম

গবেষণায় মাইক্রোপ্লাস্টিক নিয়ে ভয়ংকর তথ্য

ইসরায়েলের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন এরদোয়ান

রাশিয়ায় গোপনে সেনা পাঠাচ্ছে ‍উত্তর কোরিয়া

১৪ বছর পরে দেশে ফিরলেন বিএনপি নেতা আবুল হোসেন

সেই চার পুলিশ কর্মকর্তার তিনজন গ্রেপ্তার

র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জবির

উগান্ডায় বন্দি কন্যাকে মুক্ত করতে জাতিসংঘে গেলেন ভারতীয় ধনকুবের

১০

কথা স্পষ্ট, দলের নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা : নয়ন

১১

এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

১২

দ্রব্যমূল্যের অসহনীয় উচ্চ মূল্যে খেলাফত মজলিসের ক্ষোভ প্রকাশ

১৩

বার্সায় ইয়ামাল মেসি, ক্রুইফের মতো হবেন

১৪

নিরপরাধী নয় অপরাধীকে আইনের আওতায় আনা হবে : এসএম জিলানী

১৫

সরকারি পদক্ষেপে ডিমের দাম হালিতে কমেছে ১০ টাকা

১৬

লেবাননের হামলায় ইসরায়েলের ৩১ সেনা আহত

১৭

চট্টগ্রামে ১৩০ টাকা ডজন ডিম বিক্রির ঘোষণা

১৮

শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্দোলন : রাশেদ প্রধান

১৯

ভোগ্য পণ্য আমদানিতে শীর্ষে নাবিল গ্রুপ

২০
X