বেশ কয়েক বছর ধরেই মিডফিল্ডে ভালো ফুটবলারের অভাবে অনেক ম্যাচ হেরেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। অনেক নামিদামি ফুটবলার নিয়েও সমস্যার সমাধান করতে পারেনি রেড ডেভিলরা। তাই এবার এই সমস্যা সমাধানে এরিক টেন হাগের দলের চোখ বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলের দিকে। এমনটাই খবর স্প্যানিশ গণমাধ্যমে।
ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে দলে ভেড়ানোর আগ্রহ প্রকাশ করেছে বলে স্পেনের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এই মৌসুমের শুরুটা ইউনাইটেডের জন্য মোটেই ভালো হয়নি। প্রিমিয়ার লিগে সাত ম্যাচ শেষে দলটি ১৪তম স্থানে অবস্থান করছে, যা নিয়ে ম্যানেজার এরিক টেন হাগের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। বিশেষ করে টেন হাগের ভূমিকা নিয়ে ইউনাইটেডের মালিকপক্ষের সাথে আলোচনাও হয়েছে। এ ছাড়া ইউরোপা লিগে তাদের অবস্থাও ভালো নয়, কারণ এফসি টোয়েন্টে এবং পোর্তোর বিপক্ষে দুই ম্যাচেই ড্র করেছে তারা। গ্রুপ পর্বের পরবর্তী ছয় ম্যাচে ভালো পারফরম্যান্স না করতে পারলে নকআউট রাউন্ডে পৌঁছানো কঠিন হয়ে পড়বে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাজেসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাটলেটিকো মাদ্রিদের ৩০ বছর বয়সী মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে ইউনাইটেড তাদের টার্গেট হিসেবে চিহ্নিত করেছে। আর্জেন্টাইন এই তারকা ২০২১ সালে ইতালিয়ান ক্লাব উদিনেজ থেকে অ্যাটলেটিকোতে যোগ দেন এবং ডিয়েগো সিমিওনের অধীনে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন। যদিও বর্তমানে তার ইংল্যান্ডে আসার সম্ভাবনা বাড়ছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে টানতে উদ্গ্রীব।
২০২৪/২৫ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতায় ১০টি ম্যাচ খেলেছেন ডি পল। এখনো পর্যন্ত তার গোল নেই, তবে ১টি অ্যাসিস্ট করেছেন এবং ৪৭৭ মিনিট মাঠে ছিলেন।
ডি পলের চুক্তি ২০২৬ সালে শেষ হবে। তাই অ্যাটলেটিকো মাদ্রিদকে আগামী গ্রীষ্মে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে, নাহলে তারা তাকে ফ্রি ট্রান্সফারে হারানোর ঝুঁকিতে পড়বে। ইউনাইটেডের নজরে ডি পলের রক্ষণাত্মক দক্ষতা এবং তার টেকনিক্যাল গুণাবলি পড়েছে এবং তিনি প্রিমিয়ার লিগে নতুন চ্যালেঞ্জ নিতে আগ্রহী হতে পারেন। ইউনাইটেডের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোর উত্তরসূরি হিসেবে ডি পলকে আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন