আর এক ম্যাচ! এরপরই শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুম। এই এক ম্যাচে লিওনের মেসির প্রয়োজন মাত্র ২ পয়েন্ট। তবে তা শিরোপা নিশ্চিত করতে নয়।
বরং এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের নতুন রেকর্ড গড়ে ইন্টার মায়ামির প্রয়োজন ২। ফলে এই নিয়মিত লিগের শেষ ম্যাচে জয় দরকার জিরার্দো মার্তিনোর শিষ্যদেরা।
তাহলে কোনো ভাগাভাগি ছাড়াই রেকর্ডটি নিজেদের দখলে নেমে মায়ামি। ২০২১ সালে এমএলএসে ৭৩ পয়েন্ট সংগ্রহ করে এ রেকর্ডটি গড়ে নিউ ইংল্যান্ড। রেকর্ডের হাতছানির ম্যাচে মায়ামির প্রতিপক্ষ সেই নিউ ইংল্যান্ডিই।
বাংলাদেশ সময় রোববার (৬ অক্টোবর) ভোরে টরন্টো এফসির বিপক্ষে ১-০ গোলে জয় পায় মায়ামি। এ জয়ে ৩৩ ম্যাচে মেসিরদের পয়েন্ট দাঁড়ায় ৭১। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে মায়ামি। আগের ম্যাচে কলম্বাস ক্রুকে হারিয়ে জেতে সাপোর্টার্স শিল্ডের শিরোপা।
যদিও টরেন্টোকে হারাতে মেসির ওপর নির্ভর করতে হয়নি মায়ামিকে। কারণ এ ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে শুরুর একাদশে রাখেননি মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। অবশ্য মায়ামির একমাত্র গোলটি হয়েছে মেসি মাঠে নামার পর।
ম্যাচের ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন কিংবদন্তি। এর ৩ মিনিটের মাথায় গোল পায় ইন্টার মায়ামি। যদিও গোলটিতে মেসির কোনো সহায়তার প্রয়োজন পড়েনি।
ইকুয়েডরিয়ান ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানার গোলে জয় নিশ্চিত হয় মায়ামির। গোলটি অ্যাসিস্ট করেন এ ম্যাচের আরেক বদলি ফুটবলার লুইস সুয়ারেজ। প্রতিপক্ষে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক ক্রস করেন উরুগুইয়ান তারকা। সেটি নিয়ন্ত্রণে নিয়ে অসাধারণ এক ভলিতে গোলটি করেন কাম্পানা।
Se juntaron los goleadores Increíble volea de Campana para darnos la ventaja pic.twitter.com/avXxs2pbWH— Inter Miami CF (@InterMiamiCF) October 5, 2024
মন্তব্য করুন