স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এমন হারে কোনো অজুহাত নেই আনচেলত্তির

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

পিয়েরে-মাউরি স্টেডিয়ামে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে লিলের বিপক্ষে ১–০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এমন হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা থেমে গেল। গত বছর মে মাসে ম্যানচেস্টার সিটির উয়েফা চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ হেরেছিল কার্লো আনচেলত্তির দল।

লিলের মাঠে রিয়াল ফুটবলারদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে হারানোর ক্রেডিট তো লিলে দিতেই হয়। তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হারের কোনো অজুহাতও দেননি রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ।

আনচেলত্তি বলেন, ‘আমি খুব সৎ মানুষ! আজকের (বুধবার রাতের) ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা করাটা আপনাদের ন্যায্য অধিকার। আমাদের এটা মানতেই হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি। সাম্প্রতিক সময়ে আমরা এমন হার দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যে ভালো ছিল না, তা অকপটে বলে দেন তিনি, ‘(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’

চ্যাম্পিয়ন্স রিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে জায়গা পান এনদ্রিক। এ দিন তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন বয়সী ব্রাজিলিয়ান তারকা, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি। শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’

ইউরোপ সেরার মঞ্চে সমর্থকদের অন্যতম সেরা রাত উপহার দিতে পেরে বেশ আনন্দিত লিলের কোচ ব্রুনো জেনেসিও। জয়ের পর তিনি বলেন, ‘সবাই দারুণ পারফর্ম করেছে। আমাদের ক্লাব ও সমর্থকদের জন্য এটি (জয়) সুন্দর উপহার। এটা বুঝিয়ে দেয়, ৯০ মিনিটে আমরা ইউরোপের সেরা দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারি।’

এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে রিয়াল। পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ষোলোয়। কাজে পয়েন্ট টেবিলের সেরা ৮ জায়গা পেতে বেশ সতর্ক থাকতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

পয়েন্ট টেবিলের ৯ম থেকে ২৪তম স্থানে থাকলেও শেষ ষোলোতে খেলার সুযোগ সুযোগ থাকবে লস ব্ল্যাঙ্কোসদের। এ ক্ষেত্রে প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের বুক খালি করা রাজনীতি আমরা চাই না : ধর্ম উপদেষ্টা

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ 

মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে যুবক নিহত

সেকেন্ডেই সব ধ্বংস, কেন এই বোমার তাণ্ডব চালাল চীন

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ

কক্সবাজারে গিয়ে নিখোঁজ এক গ্রামের ৬ জন

বিশ্ব ধরিত্রী দিবস আজ

সংবাদ সম্মেলন করে আ.লীগের কার্যালয়ের দখল ছাড়ল বিএনপি

ইরানের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে চীন  

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১০

গাজায় বেঁচে থাকার লড়াই, মৃত্যুর মিছিলে আরও ২৯

১১

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১২

২২ এপ্রিল : টিভিতে আজকের খেলা

১৩

ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করে নারীদের বিক্ষোভ

১৪

যুদ্ধবিরতির নতুন প্রস্তাবনায় গাজা উপত্যকা

১৫

২২ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

২২ এপ্রিল : জেনে নিন আজকের নামাজের সময়সূচি

১৭

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

টেকনাফ যৌথবাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৯

শিক্ষার্থী হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

২০
X