স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

এমন হারে কোনো অজুহাত নেই আনচেলত্তির

কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি : সংগৃহীত

পিয়েরে-মাউরি স্টেডিয়ামে বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে লিলের বিপক্ষে ১–০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এমন হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার জয়যাত্রা থেমে গেল। গত বছর মে মাসে ম্যানচেস্টার সিটির উয়েফা চ্যাম্পিয়ন লিগে সর্বশেষ হেরেছিল কার্লো আনচেলত্তির দল।

লিলের মাঠে রিয়াল ফুটবলারদের পারফরম্যান্স ছিল বিবর্ণ। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালকে হারানোর ক্রেডিট তো লিলে দিতেই হয়। তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন হারের কোনো অজুহাতও দেননি রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ।

আনচেলত্তি বলেন, ‘আমি খুব সৎ মানুষ! আজকের (বুধবার রাতের) ম্যাচে আমাদের নিয়ে সমালোচনা করাটা আপনাদের ন্যায্য অধিকার। আমাদের এটা মানতেই হবে। আমরা এই ম্যাচে ভালো খেলিনি। সাম্প্রতিক সময়ে আমরা এমন হার দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমরা এমন কিছু (হার) দেখিনি। প্রতিপক্ষ আমাদের চেয়ে ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য। আমরা শেষ দিকে সুযোগ পেয়েছি। কিন্তু ড্রও প্রাপ্য ছিল না। এখান আমাদের শিখতে হবে। কিছু জায়গায় কাজ করতে হবে।’

মাঠে ফুটবলারদের পারফরম্যান্স যে ভালো ছিল না, তা অকপটে বলে দেন তিনি, ‘(গত) রাতটা আমাদের জন্য ভালো ছিল না। আমরা অজুহাত না খুঁজি। কারণ, আমাদের উন্নতি করতে হবে।’

চ্যাম্পিয়ন্স রিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে জায়গা পান এনদ্রিক। এ দিন তার বয়স ছিল ১৮ বছর ৭৩ দিন বয়সী ব্রাজিলিয়ান তারকা, ‘আমি বিশ্বের সবচেয়ে বড় ক্লাবে খেলছি। শুরু থেকে খেলা কঠিন হলেও আমার জন্য ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এ জন্য ভালো লাগছে। তবে হারের জন্য নয়।’

ইউরোপ সেরার মঞ্চে সমর্থকদের অন্যতম সেরা রাত উপহার দিতে পেরে বেশ আনন্দিত লিলের কোচ ব্রুনো জেনেসিও। জয়ের পর তিনি বলেন, ‘সবাই দারুণ পারফর্ম করেছে। আমাদের ক্লাব ও সমর্থকদের জন্য এটি (জয়) সুন্দর উপহার। এটা বুঝিয়ে দেয়, ৯০ মিনিটে আমরা ইউরোপের সেরা দলগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারি।’

এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ২ ম্যাচে ১ জয় ও ১ হারে ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলের ১৭তম স্থানে রিয়াল। পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে ষোলোয়। কাজে পয়েন্ট টেবিলের সেরা ৮ জায়গা পেতে বেশ সতর্ক থাকতে হবে স্প্যানিশ জায়ান্টদের।

পয়েন্ট টেবিলের ৯ম থেকে ২৪তম স্থানে থাকলেও শেষ ষোলোতে খেলার সুযোগ সুযোগ থাকবে লস ব্ল্যাঙ্কোসদের। এ ক্ষেত্রে প্লে-অফ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসকে ডি-৮ সম্মেলনে আমন্ত্রণ

গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ১

স্কোয়াডে মেসি, এরপরও অখুশি আর্জেন্টাইন সমর্থকরা

ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

মাহমুদুর রহমান কারামুক্ত

বৃষ্টি থাকবে আর কতদিন জানাল আবহাওয়া অফিস

ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে ৩ উপদেষ্টা

বৃষ্টিতেও সড়কে পড়ে ছিলেন শতবর্ষী বৃদ্ধা

মাংসে দুর্গন্ধ, তোপের মুখে সুলতান ডাইন

ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে

১০

লেবাননে ইসরায়েলের হামলায় বিএনপির বিবৃতি

১১

বিশ্বে স্থূলতার ঝুঁকি / গরিব রাষ্ট্রের তুলনায় ধনী রাষ্ট্রে স্থূলতার হার ১৪ শতাংশ বেশি : গবেষণা

১২

রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত

১৩

কোটায় নিয়োগ পেতে পাঁয়তারা, সতর্ক করল এলজিইডি

১৪

জবিতে গিয়ে আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

১৫

গুম কমিশনের কাছে ৪০০ অভিযোগ

১৬

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ / টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৭

গাজীপুরে দাওয়াত দেওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১

১৮

আ.লীগের ষড়যন্ত্র সফল হবে না : নাজমুল হাসান

১৯

কিশোরগঞ্জে মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর

২০
X