জামাল ভূঁইয়ার জন্য দুয়ার খুলে রেখেছে ব্রাদার্স ইউনিয়ন। আইনগত জটিলতা না থাকলে আসন্ন মৌসুমে বাংলাদেশ অধিনায়ককে খেলাতে চায় গোপীবাগের ক্লাবটি।
এ নিয়ে জামাল ভূঁইয়ার সঙ্গে প্রাথমিক কথাবার্তাও এগিয়ে রাখা হয়েছে। কিন্তু এ মিডফিল্ডার আইনি মারপ্যাঁচ এড়িয়ে আদৌ খেলতে পারবেন কি না, এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স ম্যানেজার জাবের বিন তাহের আনসারীও বিষয়টি নিশ্চিত করতে পারেননি। এ-সংক্রান্ত আইন খতিয়ে দেখার পর বিষয়টি পরিষ্কার করা যাবে বলে জানান তিনি।
এদিকে ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তা আমের খান কালবেলাকে এ সম্পর্কে বলছিলেন, ‘জামাল ভূঁইয়া জাতীয় দলের অধিনায়ক। অথচ প্রিমিয়ার লিগে কোনো ক্লাব পাচ্ছেন না তিনি। এটি দুঃখজনক। সে দৃষ্টিকোণ থেকেই ব্রাদার্স ইউনিয়ন এগিয়ে এসেছে।’ সাবেক এ ফুটবলার আরও বলেছেন, ‘জামাল ভূঁইয়ার বিষয়টি বাফুফের খেলোয়াড় সংক্রান্ত কমিটিতে আছে। যদি কোনো আইনগত জটিলতা না থাকে, জামাল ভূঁইয়াকে খেলানোর সুযোগ থাকলে আমরা তাকে খেলাতে চাই।’
আর্জেন্টিনার ক্লাব সোল দ্য মায়ো থেকে গত মৌসুমে ঢাকা আবাহনীতে নাম লেখান জামাল ভূঁইয়া। আসন্ন মৌসুমের জন্য ধানমন্ডির ক্লাবটির হয়ে খেলার কথা ছিল এ মিডফিল্ডারের। কিন্তু ৫ আগস্ট রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের পর আবাহনীর দল গঠন করা নিয়েই জটিলতা তৈরি হয়েছিল। এ কারণে চুক্তির অর্থ থেকে অনেক কমে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল জামালকে। তাতে অবশ্য সম্মত হননি এ ফুটবলার। দলবদলের সময়সীমা শেষ হওয়ার পর এ ফুটবলারকে খেলাতে এগিয়ে এসেছে কমলা রঙের জার্সিধারীরা।
মন্তব্য করুন