বাংলাদেশকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশকেও সেমিফাইনালে তুলল দেশটি।
‘এ’ গ্রুপে দুই ম্যাচ শেষে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ সমান ১ পয়েন্ট করে। গোল গড়ে এগিয়ে থাকায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে নাম লেখায় বাংলাদেশ।
‘এ’ গ্রুপের ভাগ্য লেখা হলেও ‘বি’ গ্রুপ এখনো উন্মুক্ত। দুই রাউন্ড শেষে ‘বি’ গ্রুপে ভুটান ও পাকিস্তানের সংগ্রহ সমান, ৪ পয়েন্ট করে। গোল গড়ে ভুটান অবশ্য শীর্ষে আছে। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে আছে নেপাল। বুধবার (২৫ সেপ্টেম্বর) শেষ রাউন্ডে ‘বি’ গ্রুপের ভাগ্য নির্ধারণ হবে। শেষ রাউন্ডে পাকিস্তান খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। স্বাগতিক ভুটান খেলবে নেপালের বিপক্ষে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটে স্যামসন আহোংশাংবাম ভারতের প্রথম গোল করেন। ৭৪ মিনিটে মালদ্বীপ গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে হেমনেইচুং লুনকিম ব্যবধান দ্বিগুণ করেন। ৮৯ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন হেমনেইচুং লুনকিমই।
মন্তব্য করুন