ইতালির ‘সিরি আ’তে অন্যতম উত্তেজনার লড়াইয়ের একটি হিসেবে ধরা হয় এসি মিলান ও ইন্টার মিলানের লড়াইকে। ভক্তরা যাকে মিলান ডার্বি বলে ডাকে। সেই মিলান ডার্বির এবারের সংস্করণে নাটকীয় এক ম্যাচই দেখল ফুটবল ভক্তরা। যে ম্যাচে শেষ হাসি হেসেছে এসি মিলান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সান সিরোতে হওয়া ম্যাচটিতে এসি মিলানের ডিফেন্ডার মাত্তেও গাবিয়া ৮৯তম মিনিটে দুর্দান্ত একটি হেডের মাধ্যমে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে হারিয়ে দেন। যার ফলে দলটি টানা ছয়টি ডার্বি হারের পর অবশেষে জয় তুলে নিল এবং তাদের কোচ পাওলো ফনসেকার ওপর থেকে চাপ কিছুটা লাঘব হলো।
ম্যাচের শুরুতে ক্রিশ্চিয়ান পুলিসিচ মিলানকে এগিয়ে দেন, কিন্তু ফেদেরিকো দিমারকো গোল করে ইন্টারকে সমতায় ফেরান। দিমারকো এই গোলের মাধ্যমে ১৯৯৪ সালের পর প্রথম মিলান-জন্মানো খেলোয়াড় হিসেবে ডার্বি দেল্লা মাদোনিনায় গোল করেন।
দ্বিতীয়ার্ধে ইন্টারের অধিনায়ক লাউতারো মার্টিনেজের হ্যান্ডবলের কারণে মিলানকে একটি পেনাল্টি দেওয়া হলেও ভিএআর রিভিউর পরে সিদ্ধান্তটি বাতিল করা হয়।
দু'দলই শেষ মুহূর্তে গোলের জন্য চাপ দিচ্ছিল, কিন্তু মিলানের স্ট্রাকার ট্যামি আব্রাহাম সহজ একটি সুযোগ মিস করেন। তবে গাবিয়া শেষ মুহূর্তে তিজানী রেইয়েন্ডার্সের ফ্রি-কিক থেকে বলটি হেড করে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমারের পোস্টে জড়ান।
এই জয়ের ফলে এসি মিলান ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ইন্টারের সমান স্থানে চলে আসলো।
মন্তব্য করুন