সিরিয়ার বিপক্ষে ম্যাচের ১২ মিনিটে জোড়া গোল হজম করে বসে বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়ানোর পথ পায়নি মারুফল হকের শিষ্যরা। ফলে ৪-০ গোলের বড় হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই শুরু করল বাংলাদেশ দল।
ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে শনিবার (২১ সেপ্টেম্বর) এ-গ্রুপের লাল-সবুজদের জালে দুই অর্ধে দুটি করে গোল করে সিরিয়া। ম্যাচের পঞ্চম মিনিটে ডান দিক থেকে পাওয়া বলে নিখুঁত প্লেসিং শটে জাল খুঁজে নেন ইসা কাওয়া। ১২ মিনিটে গোল ব্যবধান দ্বিগুন করেন কেনাজ ইউসা।
প্রথমার্ধে উল্লেখ করার মতো আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। ২২ মিনিটে বক্সে ভালো ক্রস বাড়িয়েছিলেন ইফতিয়ার হোসেন। তবে তা ছিল ধরা ছোঁয়ার বাইরে। ৩৫ মিনিটে ইউসার জোরালো শট রুখে দিয়ে গোল ব্যবধান বাড়তে দেননি বাংলাদেশের গোলকিপার ইসমাইল মাহিন।
দ্বিতীয়ার্ধেও সাদামাটা ফুটবলের একই চিত্র ছিল বাংলাদেশের। ৭৩ মিনিটে গোল ব্যবধান ৩-০ করে সিরিয়া। আব্দুল রহমানের শট গোলকিপার রুখে দিলেও পুরোপুরি বিপদমুক্ত হয়নি; ফিরতি শটে গোল করেন ওয়েসাম ডুখান।
শেষ দিকে ফ্রি কিকে এক হালি গোল পূর্ণ করেন আনাস। আগামী সোমবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়ামের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।
মন্তব্য করুন