বাংলাদেশ ফুটবল দলের ফিফা র্যাঙ্কিংয়ে আরও অবনমন হয়েছে। সর্বশেষ র্যাঙ্কিং অনুসারে, জামাল ভূঁইয়া এবং তার সতীর্থরা ১৮৪ থেকে নেমে ১৮৬ নম্বরে চলে গেছে। সেপ্টেম্বর উইন্ডোতে ভুটান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ একটি জয় এবং একটি পরাজয়ের মুখোমুখি হয়। এতে উভয় দলই র্যাঙ্কিংয়ে অবনমন ঘটে—বাংলাদেশ দুই ধাপ পিছিয়ে ১৮৬ নম্বরে এবং ভুটানও ১৮২ থেকে নেমে ১৮৪ নম্বরে চলে গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এশিয়ান কাপ বাছাইপর্বের ড্রর আগে র্যাঙ্কিং উন্নতির লক্ষ্যে দলকে ভুটানে পাঠায়। তবে উল্টো পরিস্থিতি সৃষ্টি হয়ে র্যাঙ্কিংয়ে অবনতি ঘটে। বাংলাদেশের আশার বিপরীতে এই ভুটান সফর ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে ১-০ গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে পরাজিত হয় তারা।
এদিকে, র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি হলেও এশিয়ার আরেক দেশ ব্রুনাই র্যাঙ্কিংয়ে উন্নতি করে ১৮৩ নম্বরে পৌঁছেছে। তারা ম্যাকাওকে দুই ম্যাচে হারিয়ে সাত ধাপ এগিয়ে গেছে। অন্যদিকে, সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে কাতারের সবচেয়ে বেশি অবনতি হয়েছে, তারা নেমে গেছে ৪৪ নম্বরে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ (১৯ সেপ্টেম্বর) নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে। শীর্ষ ১৫ দলের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি। তবে আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের ম্যাচগুলোতে পয়েন্ট হারিয়েছে। আর্জেন্টিনা ১২.৪৬ পয়েন্ট এবং ব্রাজিল ১৩.৫৯ পয়েন্ট খুইয়েছে তাদের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে।
র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দল অপরিবর্তিত অবস্থানে রয়েছে—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, বেলজিয়াম, নেদারল্যান্ডস, পর্তুগাল, কলম্বিয়া এবং ইতালি।
মন্তব্য করুন