ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে ৯ গোল করা আর্লিং হলান্ডকে বড় স্বপ্ন ছিল ম্যানচেস্টার সিটির। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে আলো ছড়াতে ব্যর্থ নরওয়ের এ তারকা। পুরো ম্যাচের দুই দলের ২২ ফুটবলারের মধ্যে সর্বনিম্ন ১৪ বার বল পেয়েছেন তিনি।
আর কেউ ত্রাতা হতে পারেননি ম্যানসিটির। ফলে নিজেদের মাঠ ইত্তিহাদে সিটিজেনদের রুখে দেয় ইন্টার মিলান। গোলশূন্য ড্রতে পয়েন্ট ভাগাভাগি করে ইতালিয়ান ক্লাবটি।
এর আগে ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুদল। তুরস্কে রদ্রির দেওয়া একমাত্র গোলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের স্বাদ পায় ম্যানসিটি।
ইত্তিহাদে গার্দিওলার দলকে বড় চ্যালেঞ্জ জানায় সিমোন ইনজাগির শিষ্যরা। ম্যাচের প্রথমার্ধে সিটিজেনদের গোলমুখে ১০টি শট নেয় ইন্টার। ২০১৭ সালের পর অতিথি দলের সর্বোচ্চ শট নেওয়ার রেকর্ড। আক্রমণ চালায় ম্যানসিটিও। তবে গোল পাওয়া হয়নি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৬৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ফিল ফোডেন। গোলকিপারের সোজাসুজি মেরে দলকে গোল বঞ্চিত করে ইংলিশ তারকা।
দ্বিতীয়ার্ধে ৭৬ মিনিটে গোলের সবচেয়ে ভালো সুযোগ পেয়েছিল ইন্টার। দারুণ জায়গা বল পেয়েও সেটি উড়িয়ে মারেন মেখিতেরিয়েন। আর শেষ দিকে সিটিজেনদের আক্ষেপে পোড়ান ইলকায় গুনদোয়ান।
বার্সায় এক মৌসুম কাটানোর পর ইংলিশ ক্লাবে ফেরা জার্মান এ মিডফিল্ডার ইয়োস্কো গাভার্দিওলের কাছ থেকে বল পান। গুনদোয়ান হেড চলে যায় ইন্টারের গোলকিপার ইয়ান সোমারের হাতে।
শেষ পর্যন্ত ঘরের মাঠে পয়েন্ট হারানোর হতাশা নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। স্প্যানিশ কোচের অধীনে ঘরের মাঠে ৪২ ম্যাচের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার গোলহীন থাকল ম্যানসিটি।
মন্তব্য করুন