মারুফুল হক দেশের অন্যতম সেরা কোচ। কয়েক দিন আগে তার কোচিংয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল। আর সে কোচকে নিয়েই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) কড়া বার্তা দিয়েছে বসুন্ধরা কিংস।
বাফুফের সাধারণ সম্পাদক বরাবর খোলা চিঠিতে বলা হয়, ‘এই নির্দিষ্ট ব্যক্তি দলের প্রধান কোচের দায়িত্বে থাকলে বসুন্ধরা কিংস, জাতীয় দল (পুরুষ/নারী) ও বয়সভিত্তিক দলের জন্য ফুটবলারদের ছাড়পত্র দেবে না।’
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন ক্লাবটির বেশ কয়েকজন ফুটবলার। তবে তাদের সবাইকে একসঙ্গে ক্যাম্পের জন্য ছাড়া হয়নি। মূলত ইনজুরি এবং নতুন কোচের সঙ্গে অনুশীলনের জন্য ধাপে ধাপে ফুটবলারদের ছাড়ার সিদ্ধান্ত নেয় ক্লাবটির কর্তৃপক্ষ।
দেরি করে ক্যাম্পে যোগ দেওয়ায় রোববারের (১৫ সেপ্টেম্বর) অনুশীলনে বসুন্ধরা কিংসের ফুটবলারদের অনুশীলন করাননি মারুফুল হক। শুধু তাই নয়, ফুটবলারদের দাবি কোচ তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন।
মারুফুল হকের এমন আচরণে বাফুফের নিয়ম ভঙ্গ হয়েছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। এ জন্য কোচ মারুফুলের শাস্তির দাবি করেছে ক্লাবটি।
ক্লাবের চেয়ে জাতীয় দলের স্বার্থকে গুরুত্ব দেন মারুফুল হক। তাই তিনিও চুপ থাকেননি। নিজের ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন দেশের অন্যতম সেরা এ কোচ। দেশকে প্রাধান্য দেওয়ার বার্তাও দেন তিনি।
বসুন্ধরা কিংসকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, ‘আশা করি তারা (কিংস) খুব কম সময়েই নিজেদের এই দর্শনে (ক্লাবের প্রাধান্য আগে) বিশ্বের সেরা ক্লাব হয়ে উঠবে। কারণ তাদের হাতে বিশ্বের সবচেয়ে পেশাদার কোচিং স্টাফ আছে।’
মন্তব্য করুন