দুই মাসের বেশি সময় পর ইন্টার মায়ামির জার্সিতে ফিরে জ্বলে উঠলেন লিওনেল মেসি। নিজে করেছেন জোড়া গোল। আর সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে করান আরও এক গোল। এতে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত এক জয় পায় তার ক্লাব মায়ামি।
তার এমন রাজকীয় প্রত্যাবর্তনে হাসি ফুটেছে ভক্ত-সমর্থকদের মুখে। এতে নিজের তৃপ্তির কথা জানান আর্জেন্টিনার এ মহাতারকা। চলতি বছর ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালিতে চোট পান মেসি।
ফোলা পা নিয়ে ডাগআউটে কান্না করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তিকে। এরপর থেকে শুরু হয় ক্ষণগণনা, কবে মাঠে ফিরবেন তিনি। এ সময়ে ইন্টার মায়ামির জার্সিতে ১৩টি এবং আর্জেন্টিনার হয়ে ২টি ম্যাচ মিস করেন মেসি।
মাঠে ফিরেই জেতালেন দলকে। গড়েন নতুন এক রেকর্ডও। মেজর লিগ সকারে (এমএলএস) ১৯ ম্যাচে তার গোল আর অ্যাসিস্ট সমান ১৫টি করে। মার্কিন লিগের ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড এটি।
সুস্থ হয়ে মাঠে ফেরার প্রতিক্রিয়ায় মেসি বলেন, ‘সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।’
দীর্ঘ দুই মাসের বেশি সময় পর মাঠে ফেরার অনুভূতি জানাতে গিয়ে মেসি বলেন, ‘ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।’
দলের সেরা তারকার মাঠে ফেরা নিয়ে ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘আমি আনন্দিত যে সে ম্যাচটা শেষ করে এসেছে এবং ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে। সে খুব ভালো অনুভব করছে।’
Las palabras de nuestro Capitán tras una noche mágica pic.twitter.com/yVzOx5WUaj — Inter Miami CF (@InterMiamiCF) September 15, 2024
মন্তব্য করুন