ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে না পারায় বরখাস্ত করা হয় ইংল্যান্ড জাতীয় দলের কোচ গ্যারেথ সাউথগেটকে। পরে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় লি কার্সলিকে।
তবে প্রথম ম্যাচে বিতর্কে জড়ান ইংল্যান্ডের ভারপ্রাপ্ত এ কোচ। আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। নিজের ঘোষণায় অনড় থাকেন তিনি। এতে তোলপাড় শুরু হয় ইংল্যান্ডজুড়ে। জাতীয় সংগীত না গাওয়ায় তাকে বড় শাস্তি দিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
জাতীয় দলের প্রধান কোচ হিসেবে সাবেক ইংলিশ তারকা অ্যাশলে কোলকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ইংল্যান্ডের জার্সিতে ১০৭ ম্যাচ খেলেছেন তিনি। বার্মিংহাম সিটির কোচকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তার সহকারী হিসেবে কাজ করবেন লি কার্সলি। শনিবার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় এফএ।
এর আগে ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে কার্সলির সহকারী হিসেবে কাজ করেছেন অ্যাশলে কোল। এ সময়ে ২০২৩ সালে অনূর্ধ্ব-১৯ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ইংল্যান্ড। এবার সেই কার্সলিকে করা হলো অ্যাশলে কোলের সহকারী। ইংলিশদের জার্সিতে ৫টি মেজর টুর্নামেন্টে অংশ নেন কোল।
ইংল্যান্ডের নাগরিক হলেও কার্সলি খেলেছেন আয়ারল্যান্ডের জাতীয় দলে। এ কারণে আইরিশদের বিপক্ষে ম্যাচে জাতীয় সংগীত না গাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এ জন্য তাকে প্রধান কোচের পদ থেকে সরিয়ে অ্যাশলে কোলের সহকারী করা হয়েছে।
মন্তব্য করুন