স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন না করার ঘোষণায় যা বললেন সালাউদ্দিন

কাজী সালাউদ্দিন। ছবি : সংগৃহীত
কাজী সালাউদ্দিন। ছবি : সংগৃহীত

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ক্রীড়াঙ্গন সংস্কারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সময়ের পরিক্রমায় জোরালো হতে থাকে সে দাবি। নাজমুল হোসেন পাপন পদত্যাগ করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ।

এ ছাড়া হকি ও সাঁতার বাদে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সভাপতিদের অপসারণ করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছিল না অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়।

তবে শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আর নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন কাজী সালাউদ্দিন। এতে বাফুফে থেকে অবসান হলো সালাউদ্দিন যুগের।

২০০৮ থেকে বাফুফের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আগামী ২৬ অক্টোবর হওয়ার কথা বাফুফের পরবর্তী নির্বাচন। সেই নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানান দেশের ফুটবলের অন্যতম সেরা এ তারকা।

নির্বাচন পেছানো প্রসঙ্গে কাজী সালাউদ্দিন বলেন, ‘আপনারা জানেন যে আমাদের বাফুফের নির্বাচন ২৬ অক্টোবর। বেসড অন দ্যাট ইলেকশন, কিছু লোকজনের চাওয়া ছিল নির্বাচনটা যাতে পেছায়। এই অনুরোধ বিবেচনায় এনে আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। যার উত্তরও দিয়ে দিয়েছে, যা আপনাদের কাছে দিয়ে দিব। ফিফা বলেছে নির্বাচন একদিনও পেছানো যাবে না। এটা ফিফার নির্দেশনা।’

পরে নির্বাচন না করার ঘোষণায় বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে যে কারণে বসেছি, আমি চার টার্ম আপনাদের সঙ্গে ছিলাম। আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করছি যে, এই সুযোগ আমার জীবনে এসেছে। এখন যে নির্বাচন ২৬ অক্টোবর হতে যাচ্ছে সেখানে আমি অংশগ্রহণ করব না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা আপানাদের জানাতে এসেছি।’

দেশের কিংবদন্তি ফুটবলারের বাফুফে অধ্যায় ছিল চরম বিতর্কিত। দুর্নীতি-অনিয়মের সঙ্গে নিয়মিতই বিতর্কের জন্ম দিয়ে গেছেন তিনি। সাংবাদিকদের বেশ কয়েকবার করেছেন কটাক্ষ। তাই সাংবাদিকদের উদ্দেশে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে ১৬ বছর কাজ করার জন্য। এতে অনেক মতের মিল-অমিল হয়েছে, যা হতেই পারে। আমি এসব কিছুই মনে রাখছি না। আশা করি আপনারাও রাখবেন না।’

তার সময়ে ফুটবলের উন্নতির চেয়ে অবনতি হয়েছে বেশি। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির বিস্তর ফারাক। এ সময় তাকে সমর্থনকের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘অনেক ধন্যবাদ আপনাদের সমর্থনের জন্য। আশা করব, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যাতে অনেক উন্নতি হয়। ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে থাকে। এটলিস্ট আমার একটা মনে খুশি আছে যে, সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়ে আমি যেতে পারছি। এটা আমার ব্যক্তিভাবে একটা শান্তির জায়গা। সবাইকে আবারও ধন্যবাদ জানাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন / নিজেদের স্বার্থে টিউলিপকে ব্যবহার করে লেবার পার্টি

প্রেমিকার সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে যুবককে হত্যা

ময়মনসিংহে হুমগুটি খেলায় জনতার ঢল

ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে বিমান বন্ধের শঙ্কা, প্রবাসীদের ক্ষোভ

প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে চার কমিশন

ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ!

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

ইউনিয়ন পরিষদের চেয়ার চায়ের দোকানে

দিনাজপুরে হিমেল বাতাসে কনকনে ঠান্ডা

১০

ববির লাইব্রেরি ও দুই হলের নাম পরিবর্তন করলেন শিক্ষার্থীরা

১১

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেপ্তার

১২

সাবেক আইজি এম আজিজুল হক আর নেই 

১৩

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

১৪

আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা

১৫

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রি

১৬

চবিতে ছাত্রশিবিরের নববর্ষ প্রকাশনা উৎসব

১৭

শিক্ষার্থীদের রাজাকার বলা শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ

১৮

১৫ জানুয়ারি : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

স্বেচ্ছাসেবক দল নেতা খুন, মিরসরাই পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার

২০
X