ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন অনেক পৃথিবী খ্যাত ফুটবলার। এত সব ফুটবলারদের মধ্যে সম্ভবত রেড ডেভিলদের জার্সিতে খেলা সবচেয়ে বিখ্যাত ফুটবলারের নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সিআরসেভেনের দ্বিতীয় মেয়াদে ম্যান ইউনাইটেড থেকে প্রস্থানটা ঠিক সুখকর ছিল না। কিন্তু এতকিছুর পরও এখনো ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের মন থেকে বের করতে পারেননি রোনালদো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনালদো জানিয়েছেন, তিনি এখনও ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসেন, যদিও ওল্ড ট্র্যাফোর্ডে তার দ্বিতীয় মেয়াদটি বিতর্কের মধ্যে শেষ হয়েছিল। ২০২২ সালে একটি বিতর্কিত সাক্ষাৎকারে রোনালদো ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ এবং প্রাক্তন ম্যানেজার রালফ রাংনিকের সমালোচনা করেছিলেন। এর পরপরই তিনি দল ছেড়ে আল-নাসরে যোগ দেন।
রিও ফার্ডিন্যান্ডের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘জীবনের কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমি এখনও ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসি এবং তাদের মঙ্গল কামনা করি।’
অনেক ভক্ত মনে করেন, যদি তিনি সত্যিই ক্লাবটিকে ভালোবাসতেন, তাহলে হয়তো এভাবে দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে যেতেন না। রোনালদোর চলে যাওয়ার পর ক্লাবকে ওয়াউট ওয়েগহোর্স্টের মতো অস্থায়ী স্ট্রাইকারকে নিয়ে আসতে হয়, যার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। যদিও টেন হাগের অধীনে ইউনাইটেডের অবস্থা কিছুটা উন্নত হয়েছে, বিশেষ করে এফএ কাপ এবং লিগ কাপ জয়ের মাধ্যমে।
বর্তমানে রোনালদো আল নাসরের হয়ে খেলছেন এবং সম্প্রতি পর্তুগালের হয়ে নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে তার ৯০০তম ক্যারিয়ার গোল করেছেন।
মন্তব্য করুন