ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়রকে বলা হচ্ছে, এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে ফেভারিট। সবকিছু ঠিক থাকলে তার হাতেই উঠতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার। তবে ব্রাজিলের হয়ে এই উইঙ্গারের সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে সেলেসাও ভক্তরা তাকে এই পুরস্কারের যোগ্য মনে করেন না। এমনকি তাদের দাবি যদি ভিনি ব্যালন ডি'অর জিতেন, তা হবে ‘খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় চুরি’
দক্ষিণ আমেরিকা অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারের সময় রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র মাঠে কার্যত অদৃশ্য ছিলেন। দ্বিতীয়ার্ধে কিছুটা ঝলক দেখালেও তা ব্রাজিলকে অন্তত একটি পয়েন্ট এনে দিতে যথেষ্ট ছিল না। পরাজয়ের ফলে সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে।
ম্যাচ শেষে ক্ষুব্ধ ব্রাজিল সমর্থকরা ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং তার ব্যালন ডি'অর জেতার সম্ভাবনাকে উপহাস করেন। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে হারিয়ে যাওয়া ভিনিসিয়ুসকে ব্যালন ডি'অর জিততে দেওয়া হলে তা হবে খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় চুরি।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘ভিনিসিয়ুস আন্তর্জাতিক ফুটবলে তার ক্লাব পারফরম্যান্সের তুলনায় সবচেয়ে বাজে পারফর্মারদের একজন। সে কখনোই ব্রাজিলের হয়ে ভালো খেলেনি। এই পরিস্থিতিতে, কীভাবে ব্রাজিল তাকে মাঠে নামায়?’
অন্য একজন বলেন, ‘এই কারণে জিদান তাকে সবসময় বেঞ্চে রেখেছিলেন। ভিনিসিয়ুস প্রতিটি কোচের অধীনে বাজে খেলেছেন, শুধু আনচেলত্তি ছাড়া।’
ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে আরও একজন মন্তব্য করেন, ‘যখন ব্রাজিলের ৭০%+ বল দখল থাকে, তখন ভিনিসিয়ুসের মাত্র ৩৭ বার বল স্পর্শ করা খুবই চিন্তার বিষয়। এটা এমন নয় যে সে চেষ্টা করছে এবং সফল হচ্ছে না, বরং সে কোনোভাবেই খেলায় জড়িত নয়।’
এই পরাজয়ের পর ব্রাজিল কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে নেমে গেছে। তবে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করবে, তাই ব্রাজিল এখনো বিশ্বকাপে খেলার সুযোগের মধ্যে রয়েছে।
জাতীয় দলে হতাশাজনক পারফরম্যান্সের পর ভিনিসিয়ুস জুনিয়র এখন মাদ্রিদে ফিরছেন, যেখানে তার ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলোত্তি তাকে সদা সমর্থন করতে প্রস্তুত। ভিনি এখন লা লিগার পরবর্তী ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে নিজের ক্লাব পারফরম্যান্স দিয়ে আন্তর্জাতিক ফর্মের এই হতাশা কাটিয়ে উঠতে চাইবেন।
মন্তব্য করুন