আর্জেন্টিনার প্রাক্তন ফুটবল তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া জাতীয় দল থেকে অবসর নেওয়ার পর কোনো অনুশোচনা নেই বলে মত প্রকাশ করেছেন। তার এই অনুভূতি এসেছে সম্প্রতি স্তাদিও এল মনুমেন্তালে তার সম্মানে আয়োজিত এক আবেগঘন সংবর্ধনার পর। সংবর্ধনাটি অনুষ্ঠিত হয়েছিল ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে চিলির বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ ব্যবধানে জয়ের আগে।
ম্যাচের পর লা রেড রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া স্বীকার করেন যে অবসর নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। তিনি বলেন, ‘গতকাল আমি বুঝতে পারলাম যে আমি ইতোমধ্যে সেই পদক্ষেপ নিয়েছি। আমি ম্যাচটি একজন সমর্থক হিসেবে দেখলাম এবং তা আমাকে নিশ্চিত করেছে যে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’
ডি মারিয়ার এই বিদায় সংবর্ধনা তার অসাধারণ আন্তর্জাতিক ক্যারিয়ারকে উদযাপন করে, যেখানে তিনি ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২২ সালের ফিনালেসিমায় আর্জেন্টিনার সাফল্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তার বহু স্মরণীয় মুহূর্তের মধ্যে লিওনেল মেসির সঙ্গে তার বন্ধুত্বও উল্লেখযোগ্য ছিল, যা মেসির একটি ভিডিও শ্রদ্ধার মাধ্যমে প্রতিফলিত হয়েছিল।
ডি মারিয়া বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ এবং খুশি ছিলাম। আমি সংবর্ধনার জন্য এসেছিলাম, তবে আমি সত্যিই আমার সহকর্মী ও বন্ধুদের সঙ্গে পুনরায় দেখা করতে চেয়েছিলাম। তাদের সঙ্গে কিছু সময় কাটানো আমাকে সত্যিই খুশি করেছে।’
এখন ডি মারিয়া বেনফিকায় তার ক্লাব দায়িত্বে ফিরে যাচ্ছেন এবং প্রাইমেরা লিগা ও আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে মনোযোগ দিচ্ছেন। আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের সঙ্গে আর্জেন্টিনা সাম্প্রতিক সময়ের অন্যতম প্রভাবশালী খেলোয়াড়কেও বিদায় জানাল।
মন্তব্য করুন