ফুটবলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে যে কয়েকজনের নাম বলা হয় তার মধ্যে অন্যতম দুই নাম হলো বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসি ও উরুগুয়ের কিংবদন্তি স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বার্সেলোনার শুরু হওয়া এই বন্ধুত্বটিকে আছে আজও, শুধু তাই নয় বন্ধুর টানে সুয়ারেজ ছুটে গেছেন মেসির ক্লাবেও। তাই তো যখন সুয়ারেজ দেশের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন তখন সবার আশা ছিল মেসি বন্ধুর জন্য বিশেষ কিছু করবেন। মেসিও ভক্তদের হতাশ করেননি।
শনিবার (৭ সেপ্টেম্বর) সুয়ারেজের বিদায়ী ম্যাচের পর আর্জেন্টিনার ফুটবল সুপারস্টার লিওনেল মেসির এক বিশেষ ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। যেখানে তিনি তার ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সুয়ারেজ আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নেন উরুগুয়ের হয়ে প্যারাগুয়ের বিরুদ্ধে ২০২৬ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে গোলশূন্য ড্রয়ের পর।
এই আবেগঘন বিদায় মুহূর্তটি উরুগুয়ের ঐতিহাসিক সেন্টেনারিও স্টেডিয়ামে ঘটে, যেখানে সুয়ারেজকে বিদায় জানানোর জন্য মেসির বিশেষ ভিডিও বার্তা বড় পর্দায় প্রদর্শিত হয়। দুই ফুটবল তারকা বহু বছর বার্সেলোনা হয়ে খেলেছেন এবং এখন ইন্টার মিয়ামির হয়ে একসঙ্গে খেলছেন। মাঠে তাদের বন্ধুত্ব এবং সহযোগিতা ছিল অনন্য, যা ফুটবল ভক্তদের কাছে এক বিশেষ সম্পর্কের উদাহরণ হিসেবে বিবেচিত হয়।
মেসি তার ভিডিও বার্তায় সুয়ারেজের প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তুমি শুধু একজন অসাধারণ খেলোয়াড় নও, তুমি একজন বন্ধু, একজন সঙ্গী যাকে আমি সবসময় মনে রাখব।’
মেসি সুয়ারেজের সঙ্গে কাটানো দুর্দান্ত সময়গুলোকে স্মরণ করে তাকে শুভেচ্ছা জানান এবং অবসর জীবনের জন্য শান্তি ও সাফল্য কামনা করেন।
সুয়ারেজ উরুগুয়ের জাতীয় দলের হয়ে ১৩৪ ম্যাচ খেলে ৬৮টি গোল করেছেন। তার অসামান্য প্রতিভা ও অবদান তাকে উরুগুয়ের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আন্তর্জাতিক ফুটবলে তার বিদায় একটি যুগের সমাপ্তি টানল, যা ভক্তদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
️️ Messi's message to Luis Suarezpic.twitter.com/yMLaZ66Oxw— All About Argentina (@AlbicelesteTalk) September 7, 2024
মন্তব্য করুন