মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ এএম
অনলাইন সংস্করণ

মেসি-ডি মারিয়াকে ছাড়াই আর্জেন্টিনার বড় জয়

গোলের পর আর্জেন্টাইন ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত
গোলের পর আর্জেন্টাইন ফুটবলারদের উল্লাস। ছবি : সংগৃহীত

ডান পায়ের গোড়ালির ইনজুরির কারণে স্কোয়াডে নেই দলের প্রাণভোমরা লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। প্রায় ১১ বছর পর দুই তারকা ফুটবলারকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা।

ঘরের মাঠে পাওলো দিবালা-হুলিয়ান আলভারেজদের পারফরম্যান্সে দুই মহাতারকার অনুপস্থিতি বুঝতে পারেনি বর্তমান বিশ্ব ও কোপাজয়ীরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

বাংলাদেশ সময় শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বুয়েন্স আয়ার্সের স্তাদিও এল মনুমেন্তালে ডি মারিয়াকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশন (এএফএ)। আর আগেই জানা ছিল ইনজুরির কারণে এ ম্যাচে খেলবেন না মেসি।

ফলে ২০১৩ সালের ১৫ অক্টোবরের পর দুই মহাতারকাকে ছাড়া প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলল আর্জেন্টিনা। তাদের শূন্যস্থান পূরণে চিলির বিপক্ষে স্কালোনির শিষ্যদের জন্য একরকম পরীক্ষার ছিল ম্যাচটি।

ম্যাচের প্রথমার্ধে কিছুটা নড়বড়ে থাকলেও দ্বিতীয়ার্ধে শেষ শক্তিশালী হয়েই ফেলে আর্জেন্টিনা। তিন গোলের সবগুলো এসেছে দ্বিতীয়ার্ধে। চিলির জালে একে একে বল জড়ান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হিসেবে খেলতে নামা পাওলো দিবালা।

এতে চিলিকে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের নিজেদের শীর্ষস্থান আরও মজবুত আর্জেন্টিনা। ৭ ম্যাচে ৬ জয় আর এক হারে আলবিসেলেস্তাদের পয়েন্ট ১৮। এতে বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলো

ম্যাচের প্রথমার্ধে গতিময় ফুটবল খেললেও বারবার বলের নিয়ন্ত্রণ হারায় আর্জেন্টাইনরা। প্রথম ৪৫ মিনিটে চিলির পোস্টে মাত্র ১টি শট নেয় আলভারেজ-লাউতারোরা। তবে বিরতির পর ৪৮ মিনিটে দুর্দান্ত এক গোল পায় স্বাগতিকরা।

মাঝ মাঠ থেকে ডান প্রান্তে ক্রিস্টিয়ান রোমেরো বল দেন রদ্রিগো ডি পলকে। আর্জেন্টাইন মিডফিল্ডার সেই বল বাড়ান আলভারেজকে। চিলির পোস্টের সামনে নিচু ক্রস করেন তিনি। ডামি করে আরেক স্ট্রাইকার লাউতারো। এতে দ্বিধায় পড়ে যায় চিলির রক্ষণ। সুবিধাজনক জায়গায় বল পেলে গোল করতে ভুল করেননি ম্যাক অ্যালিস্টার।

১-০ গোলে এগিয়ে যাওয়ার আনন্দে মাতে আর্জেন্টাইন সমর্থকরা। জাতীয় দলের জার্সিতে এটি লিভারপুল তারকার তৃতীয় গোল। আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয় গোল পায় ৮৪ মিনিটে। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে চোখ জুড়ানো গোল করেন আলভারেজ।

ম্যাচের ৭৯ মিনিটে ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে বদলি হিসেবে দিবালাকে নামান স্কালোনি। মেসির পরিবর্তে ১০ নম্বর জার্সি পাওয়া এ অ্যাটাকিং মিডফিল্ডারের পা থেকে আসে ম্যাচের তৃতীয় গোল।

যোগ করা সময়ে বাঁ প্রান্তে ম্যানইউ তারকা আলেহান্দ্রো গারনাচো পাস দেন দিবালাকে। কোনাকুনি শটে চিলি জালে বল জড়ান দিবালা। এতে ঘরের মাঠে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। আগামী ১১ সেপ্টেম্বর প্রতিপক্ষে মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১০

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১১

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১২

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৫

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৬

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৭

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

১৮

তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস

১৯

আমার কষ্ট নেই, আজ আমরা স্বৈরাচারমুক্ত : আহত তানভীরের পিতা

২০
X