রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নতুনত্ব

ফুটবল ও ক্রিকেটে বড় সাফল্য এসেছে আগস্ট মাসে। ছবি : সংগৃহীত
ফুটবল ও ক্রিকেটে বড় সাফল্য এসেছে আগস্ট মাসে। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন হলো। দেশের ক্রিকেট এবং ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আলাদা আলাদা অভিনন্দন প্রস্তাব গেজেট আকারে প্রকাশ করেছে। এই অভিনন্দন প্রস্তাবের গেজেট প্রকাশের মাধ্যমে সরকারের তরফ থেকে দল ও ক্রীড়াবিদদের প্রতি আনুষ্ঠানিক স্বীকৃতি ও উৎসাহ প্রকাশ করার ইতিহাস সৃষ্টি হলো।

অভিনন্দন পাওয়া এই দুটি দল হলো, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এবং সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন যুব ফুটবল দল। উল্লেখ্য, বাংলাদেশের ক্রিকেট দল সম্প্রতি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে এক অভূতপূর্ব জয়লাভ করে। এ জয়ের মাধ্যমে তারা ইতিহাসের অংশ হয়ে ওঠে।

অন্যদিকে, বাংলাদেশের যুব ফুটবল দল গত ২৮ আগস্ট নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে দেশের জন্য গৌরব বয়ে আনে।

অভিনন্দন প্রস্তাবের এই গেজেট প্রকাশের বিষয়টি উঠে আসে গত ২৯ আগস্ট অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায়। সেখানে দল দুটির এই অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। পরে, গত রোববার (১ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এই অভিনন্দনকে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়, যা দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।

উল্লেখ্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটি প্রথম এবং এরকম কোন নজির আর নেই।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশকে নতুনভাবে গঠনের পরিকল্পনা করা হচ্ছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্রীড়া উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। ক্রীড়া দলকে গেজেটের মাধ্যমে অভিনন্দন জানানো সেই গুরুত্বেরই প্রতিফলন। এটি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের ক্রীড়া উন্নয়নে ভবিষ্যৎ নীতিমালা তৈরিতে একটি দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

এই গেজেট প্রকাশের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্রীড়াবিদদের মানসিকভাবে উজ্জীবিত করার পাশাপাশি তাদের সাফল্যকে মূল্যায়নের বার্তাও দিয়েছে। এর মাধ্যমে ক্রীড়াবিদদের প্রতি জাতির সম্মান ও শ্রদ্ধার প্রতিফলন ঘটেছে, যা ভবিষ্যতে ক্রীড়াক্ষেত্রে আরও বড় সাফল্যের পথ উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু

‘জি এম কাদের অচিরেই তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত করবেন’

ভুল ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভ

কাফনের কাপড় পরে হলেও মেলা করব : গয়েশ্বর

বাংলাদেশি কর্মী নিয়োগে স্লোভাকিয়ার প্রতি আহ্বান

ট্রাম্পের নতুন নীতিমালা, মৃতদের তালিকায় হাজারো অভিবাসী

দক্ষতা থাকা সত্ত্বেও প্রমোশন ও ইনক্রিমেন্ট কেন আটকে যায়

ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস

চার দিন ধরে নিখোঁজ গৃহবধূ, কান্না থামছে না দুই সন্তানের

গাজীপুরে মিছিল থেকে কারখানায় হামলা

১০

সৌদি রাষ্ট্রদূতকে ‘হানিট্র্যাপে’ ফেলার অভিযোগ মডেল মেঘনার বিরুদ্ধে

১১

ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনা নিয়ে ফারুক হাসানের বার্তা

১২

স্ত্রীর তথ্যেই ধরা মাদক ব্যবসায়ী স্বামী

১৩

ডিসেম্বরে নির্বাচন নিয়ে যা বললেন বিএনপি নেতা পারভেজ মল্লিক

১৪

ঘুরতে নিয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ধর্ষক

১৫

বাংলাদেশের বড় কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম

১৬

কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত হয়নি : অধ্যাপক ডা. নাজমুল

১৭

আন্তর্জাতিক গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি

১৮

‘ইংরেজি বলতে না পারায় লজ্জা নেই’ — সমালোচকদের রিজওয়ানের জবাব

১৯

হাজার হাজার ঢাবি শিক্ষার্থীও অংশ নেন মার্চ ফর গাজায়

২০
X