বাংলাদেশের নারী ফুটবল দলের জন্য বড় দুঃসংবাদ। সাফ চ্যাম্পিয়নশিপের আগে প্রস্তুতি ম্যাচ খেলার আশা ভেস্তে যাচ্ছে অর্থের অভাবে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সাক্ষাতে সাবিনা খাতুনসহ কয়েকজন নারী ফুটবলার এই ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিলেন। যদিও সভাপতি নারীদের চুক্তির মেয়াদ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন, তবে টাকার অভাবে প্রস্তুতি ম্যাচ আয়োজনের প্রস্তাব নাকচ করে দিয়েছেন।
আগামী ১৭-৩০ অক্টোবর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচ ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
ফেডারেশন শুরুতে সাফের আগে ছয়টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের প্রতিশ্রুতি দিলেও বর্তমানে অর্থ সংকটের কারণে এ পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে। ইতোমধ্যে জুন মাসে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে দলটি, যা হারের মধ্য দিয়ে শেষ হয়েছিল। তবে, জুলাই মাসে ভুটানে অনুষ্ঠিত দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন সাবিনারা। এরপর সাফের আগে আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল, যা এখন অনিশ্চিত।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ফেডারেশনের আর্থিক অবস্থা সংকটে থাকায় প্রস্তুতি ম্যাচ আয়োজন করা কঠিন হচ্ছে। তিনি বলেন, ‘ফিফা উইন্ডোর বাইরে ম্যাচ আয়োজনের চেষ্টা করছি। তবে অর্থ সংকটের কারণে তা নিশ্চিত নয়। স্পন্সরদের সহায়তা ছাড়া সম্ভব নয়।’
ফুটবল ফেডারেশন গত বছরও মিয়ানমারে নারী দলের সফর বাতিল করেছিল অর্থের অভাবে, যা নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। সেবার বাজেট অযৌক্তিক বলে চিহ্নিত হয়েছিল, সে সময়ে ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েন।
এ অবস্থায় সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্পন্সরদের সহায়তার দিকে তাকিয়ে আছে ফেডারেশন। প্রস্তুতি ম্যাচের বিষয়টি এখনো সম্পূর্ণভাবে বাতিল না হলেও সংকট কাটাতে দ্রুত সহায়তার প্রয়োজন।
মন্তব্য করুন