দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ আবারও শুরু হচ্ছে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে। বাংলাদেশ, যারা গতবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে।
সর্বশেষ আসরে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে এবার তাদের জন্য অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ, কারণ তারা 'এ' গ্রুপে পড়েছে শক্তিশালী ভারত ও পাকিস্তানের সঙ্গে। ভারত এই টুর্নামেন্টের ইতিহাসে পাঁচবারের চ্যাম্পিয়ন, যা তাদের শক্তিমত্তার প্রমাণ।
১৭ অক্টোবর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এরপর ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে শিরোপা ধরে রাখার প্রথম মিশনে নামবে বাংলাদেশ। ২৩ অক্টোবর তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত। এই দুটি ম্যাচই বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে, তবে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে দলটি আত্মবিশ্বাসের সঙ্গেই মাঠে নামবে।
অন্যদিকে স্বাগতিক নেপাল 'বি' গ্রুপে পড়েছে ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে নেপাল, যাদের পাঁচবার ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে।
সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর, আর প্রতিযোগিতার ফাইনাল হবে ৩০ অক্টোবর। এবারও বাংলাদেশের লক্ষ্য থাকবে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিরোপা ধরে রাখা।
মন্তব্য করুন