এক কথায় নিজেদের অপরাজেয় বানিয়ে ফেলেছিলেন বেয়ার লেভারকুজেনের ফুটবলাররা। গত মৌসুমে শেষ মুহূর্তের গোলে হয় ম্যাচ জিতেছে, না হয় ড্র করেছে জার্মান ক্লাবটি। জাবি আলোনসোর দলের জন্য এটি ছিল অলিখিত ‘নিয়ম’।
এবার সেই শেষ মুহূর্তের গোলেই হারল লেভারকুজেন। এতে থামল বুন্দেসলিগায় ৩৫ ম্যাচে অপরাজিত থাকার দৌড়। শনিবার রাতে জার্মান লিগের ম্যাচে আরবি লাইপজিগের কাছে ৩-২ গোলে হেরে যায় বেয়ার লেভারকুজেন।
যদিও শুরুতে ২-০ গোলে এগিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল পরিশোধ করে লাইপজিগ। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে সমতায় ফেরে দলটি। পরে ৮০ মিনিটে আবারও গোল করে লেভারকুজেনকে হারের তেতো স্বাদ দেয় লাইপজিগ।
জার্মান লিগে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড হারল লেভারকুজেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে মাত্র এক ম্যাচে হেরে ছিল আলোনসোর দল। সেটাও ইউরোপা লিগের ফাইনালে আতালান্তার বিপক্ষে।
আর ৪৬২ দিন আগে ২০২২-২৩ মৌসুমে সর্বশেষ হেরেছিল জার্মান বুন্দেসলিগায়। লম্বা সময় পর হারের স্বাদ পেয়ে লেভারকুজেনের কোচ বলেছেন, ‘এটা ভালো ইঙ্গিত নয়। এটা আমাদের শোধরাতে হবে এবং আরও ভালো খেলতে হবে।’
জাবি আলোনসো আরও যোগ করেন, ‘আমাদের সবকিছুতে উন্নতি করতে হবে। তবে অনেক ইতিবাচক দিকও খুঁজে পাচ্ছি। হারটা আমাদের প্রাপ্য ছিল বলে আমি মনে করি না।’
মন্তব্য করুন