সদ্য সমাপ্ত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যুব ফুটবল দল। বুধবার (২৮ আগস্ট) নেপালকে ৪-১ হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতে তারা। বৃহস্পতিবার (২৯ আগস্ট) শিরোপা নিয়ে দেশে ফিরে তারা, আর ফিরেই মহতী এক সিদ্ধান্ত নিয়েছে সাফজয়ী যুবারা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়, সাফজয়ী দলের কোচ মারুফুল হক দলের পক্ষ থেকে তাদের প্রাপ্ত অর্থ পুরস্কার বন্যা দুর্গতদের সহায়তায় দান করার ঘোষণা দেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সাফজয়ীদের সম্মানে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার ঘোষণা করে। তবে দলের পক্ষ থেকে কোচ মারুফুল হক সেই অর্থ বন্যার্তদের জন্য প্রদান করার অনুরোধ করেন। তিনি বলেন, ‘আপনি যে সম্মান দিয়েছেন তাতেই আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে দলের সবার সম্মতিতে এই অর্থ বন্যা দুর্গতদের জন্য প্রদান করতে চাই আমরা।’
এর আগে বুধবার, নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। কোচ মারুফ তখনও দলের এই জয় বাংলাদেশের বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্র-জনতাকে উৎসর্গ করেন।
সাফজয়ীদের এই মহৎ উদ্যোগ দেশের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
মন্তব্য করুন