নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ যুব দল। চ্যাম্পিয়ন তকমা নিয়েই বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন যুবারা। নেপালের মাটিতে স্বাগতিক দলকে ৪-১ গোলে পরাজিত করে প্রথমবারের মতো সাফ শিরোপা জয় করে তারা। দেশের ফুটবল ইতিহাসে এটি একটি বিশেষ অর্জন হিসেবে ধরা হচ্ছে।
বাংলাদেশ যুব দলের এই ঐতিহাসিক জয়ে সমগ্র দেশজুড়ে উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। লাল-সবুজের প্রতিনিধিরা এই প্রথম কোনো বয়সভিত্তিক সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। এই অসাধারণ সাফল্য নিশ্চিতভাবেই ফুটবলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের প্রতিফলন।
বুধবার শিরোপা জয়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি এও ঘোষণা দিয়েছেন, শিরোপা জয়ী দলের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ হবে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় জাতীয় ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। যুব ও ক্রীড়া উপদেষ্টার উপস্থিতিতে দলের সকল খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে এই সাক্ষাৎ হবে। অনুষ্ঠানে গণমাধ্যমের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
দেশের ফুটবলপ্রেমীরা এই সাফল্যের পরবর্তী ধাপের দিকে তাকিয়ে আছে, আর এ ধরনের সম্মান ও উদযাপন ফুটবলারদের আরও অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন