প্রায় ছয় সপ্তাহেরও বেশি সময় পর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে ফিরেছেন। চলতি বছরে কোপা আমেরিকার ফাইনালে ডান পায়ে গুরুতর চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা। তবে অনুশীলনে ফিরলেও তার মাঠে ফেরার দিনটি এখনও নিশ্চিত নয়।
ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো ইঙ্গিত দিয়েছেন যে, মেসি মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের আগেই মাঠে ফিরতে পারেন। ইন্টার মায়ামি এই শনিবার (৩১ আগস্ট) শিকাগোর বিপক্ষে খেলবে, তবে মেসি সেই ম্যাচে খেলবেন কিনা, তা এখনও পরিষ্কার নয়। যদি তিনি না খেলেন, তবে তিনি আরও সময় পাবেন ফিট হওয়ার জন্য কারণ মেসির দলের পরের খেলা সেপ্টেম্বরের ১৪ তারিখে ফিলাডেলফিয়ার বিপক্ষে।
চোটে পড়ার আগে এই মৌসুমে মেসি ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, ১২টি এমএলএস ম্যাচে ১২টি গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন। তবে চোট এবং আন্তর্জাতিক দায়িত্বের কারণে তিনি ১৪টি ম্যাচ মিস করেছেন, যার মধ্যে সর্বশেষ ৮টি ম্যাচ এবং দলের লিগস কাপের সবকটি ম্যাচও অন্তর্ভুক্ত রয়েছে।
মেসি সর্বশেষ ১৪ জুলাই আর্জেন্টিনার কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলেছিলেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তিনি পায়ের সমস্যায় ভুগছিলেন এবং ফাইনালে ডান পায়ে নতুন করে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন।
ইন্টার মায়ামি ইতোমধ্যেই প্লে-অফের জন্য জায়গা নিশ্চিত করেছে এবং একটি ম্যাচ হাতে রেখে তারা চার পয়েন্টে এগিয়ে রয়েছে। প্লে-অফের প্রস্তুতির জন্য মেসির ফেরাটা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
ইন্টার মিয়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার মেসির প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘তাকে আবার মাঠে দেখা দারুণ ব্যাপার... এটা দেখায় যে আমরা এখানে তার কত ভালো যত্ন নিচ্ছি।’
মন্তব্য করুন