স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ফুটবলের প্রথম আন্তর্জাতিক শিরোপা বাংলাদেশের।
এ সাফল্যে বাংলাদেশ দলের ফুটবলারসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বুধবার (২৮ আগস্ট) ললিতপুরের আনফা কমপ্লেক্সে মিরাজুল ইসলামের জোড়া ও রাব্বি হোসেন ও পিয়াস আহমেদের একটি করে গোলে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বাদ পায় বাংলাদেশ।
এরপর গণমাধ্যমে পাঠানে সংবাদ বিজ্ঞপ্তিতে লাল-সবুজের প্রতিনিধিদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘ক্রীড়াঙ্গণে সফলতা দেশকে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। দুর্নীতির থাবা থেকে মুক্ত হলে যে কোন ক্ষেত্রেই সাফল্য আসবে আরো বড় পরিসরে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় দেশের ফুটবলের জন্য ইতিবাচক।’
ভবিষ্যতে ক্রীড়াঙ্গণের সকল পর্যায়ে এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা করেন তিনি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মন্তব্য করুন