গত কয়েক বছর ধরেই ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো উসমান দেম্বেলের বার্সেলোনা ছাড়ার খবরে ছিল ভরপুর। তবে এবার সম্ভবত সংবাদমাধ্যমগুলোর খবর সত্যি হতে চলছে। দলবদলের বাজারে বিশ্বস্ত নাম ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানোর দাবি, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে চলে যাচ্ছেন উসমান দেম্বেলে।
লিওনেল মেসি মৌসুম শেষে পিএসজি ছেড়ে পাড়ি জমিয়েছেন মার্কিন মূলকে। কিলিয়ান এমবাপ্পেও পিএসজি ছাড়তে পারেন গ্রীষ্মকালীন দলবদলেই। আক্রমণভাগকে শক্তিশালী করে তোলার কাজে তাই এখনই নেমে পড়তে হচ্ছে ফরাসি চ্যাম্পিয়নদের। রিয়াল মাদ্রিদ থেকে মার্কো আসেনসিও ও মায়োর্কা থেকে দক্ষিণ কোরিয়ার তরুণ উইঙ্গার লি কাং-ইনকে নিয়ে এসেছে। এবার তাদের নজর বার্সার ফরাসি উইঙ্গারের দিকে।
দলবদলের বাজারে বর্তমানে সবচেয়ে বিশ্বস্ত নাম ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। তার দাবি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার ব্যাপারে পূর্ণ সম্মতি রয়েছে উসমান দেম্বেলের। ফ্রান্সের বিশ্বকাপজয়ী উইঙ্গার পাঁচ বছরের চুক্তিতে স্বদেশি ক্লাবে নাম লেখাচ্ছেন। তাকে পেতে পিএসজিকে দিতে হবে ৫ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকার কাছাকাছি। পিএসজিও চিঠি দিয়ে বার্সাকে বিষয়টি জানিয়েছে।
বুরুশিয়া ডর্টমুন্ড থেকে আকাশছোঁয়া দামে কাতালান ক্লাব বার্সেলোনায় এসেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ওসমান ডেম্বেলে। নেইমার জুনিয়ার পিএসজিতে যাওয়ার পরেই তার জায়গায় আনা হয়েছিল তাকে। যদিও প্রত্যাশার বেশিরভাগই পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি।
ফ্যাব্রিজিও রোমানো আরও জানান, এই সপ্তাহের শুরুতেই দেম্বেলের ৫০ মিলিয়নের রিলিজ ক্লজ পরিশোধ করতে সম্মত হয়েছে পিএসজি। চুক্তি অনুসারে এই অর্থের অর্ধেক পাবেন দেম্বেলে এবং তার এজেন্ট।
গুঞ্জন আছে, দেম্বেলেকে পিএসজির কাছে বিক্রি করে দিয়ে ম্যানচেস্টার সিটি থেকে বের্নার্দো সিলভাকে আনতে আগ্রহী বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
মন্তব্য করুন