শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ২৩ ফাল্গুন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

৯০০ গোলের দুয়ারে রোনালদো, বিশেষ পুরস্কার দেবে উয়েফা

ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো । ছবি : সংগৃহীত

জাতীয় দল ও ক্লাব ফুটবলে গত এক দশকে অনেক রেকর্ডই নতুন করে লিখেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার আরও এক নতুন রেকর্ডবুকে নাম উঠতে যাচ্ছে পর্তুগিজ এই ফরোয়ার্ডের। শুধু আর একবার বল জালে জড়াতে পারলেই গোলের সংখ্যার দিক দিয়ে ৯০০-এর ঘরে পা রাখবেন আল নাসরের এ তারকা।

ইউরোপ ছাড়ার আগে চ্যাম্পিয়নস লিগ আর রোনালদো ছিল একে অপরের পরিপূরক। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে সবচেয়ে বেশি গোল এবং সর্বোচ্চ ম্যাচ খেলাসহ অনেক রেকর্ড রোনালদোর দখলে। চ্যাম্পিয়নস লিগে ৫টি শিরোপাও জিতেছেন পর্তুগিজ মহাতারকা। সেই চ্যাম্পিয়নস লিগের কর্তৃপক্ষ উয়েফা এবার বিশেষ পুরস্কারে সম্মানিত করবে রোনালদোকে।

ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে রোনালদোকে তার অবদানের জন্য পুরস্কার দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। মোনাকোয় ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে রোনালদোর হাতে পুরস্কার তুলে দেবেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে এই ড্র অনুষ্ঠান।

স্পোর্টিং লিসবনের হয়ে ক্যারিয়ার শুরু করা রোনালদো চ্যাম্পিয়নস লিগে ১৮৩ ম্যাচ খেলে গোল করেছেন সর্বোচ্চ ১৪০টি। তালিকায় দ্বিতীয় লিওনেল মেসির চেয়ে ১১ গোল বেশি করেছেন রোনালদো। মেসি নিজেও এখন আর ইউরোপে খেলেন না। তাই অদূর ভবিষ্যতে রোনালদোর গোলের রেকর্ড ভাঙার সম্ভাবনা নেই বললেই চলে। এ ছাড়া ক্যারিয়ারে সাতটি আলাদা মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার কীর্তিও আছে রোনালদোর নামের পাশে।

রোনালদোকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়ে উয়েফার বিবৃতিতে সেফেরিন বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো উয়েফা চ্যাম্পিয়নস লিগের তারকাপুঞ্জের সবচেয়ে উজ্জ্বল তারাদের একজন। এ প্রতিযোগিতায় গোল করায় তাঁর অসাধারণ অর্জন আরও অনেক দিন পর্যন্ত অধরা থেকে যাবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার এই রেকর্ড অতিক্রম করা উল্লেখযোগ্য চ্যালেঞ্জ হয়ে থাকবে।’

রোনালদোকে প্রশংসায় ভাসিয়ে সেফেরিন আরও বলেছেন, ‘দুই দশকের বেশি সময় ধরে গোল করায় এবং গোল উদযাপনের জন্য তারুণ্যের আবেগকে ধরে রেখে নিয়মিতভাবে নিজের খেলার বিকাশ ঘটিয়েছেন এবং নিজেকে শাণিত করেছেন। এই মঞ্চে তার পেশাদারত্ব, কাজের প্রতি নৈতিকতা, নিবেদন এবং দ্যুতি ছড়ানোর ক্ষমতার গুণাবলিগুলো সর্বত্র ফুটবলারদের অনুসরণ করা উচিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই আন্দোলনে সেনাবাহিনীকে শান্তিরক্ষা মিশন নিয়ে সতর্ক করেছিল জাতিসংঘ

ঢাবি ছাত্রদলের বাইক সার্ভিসে পরীক্ষা দিয়ে চান্স পেলেন তুহিন

রিজওয়ানা হাসান / ঐক্যের ডাক দেয়া সহজ, কিন্তু ঐক্য প্রতিষ্ঠা সহজ নয়

বেসরকারি খাতের বিদেশি ঋণ ৪ বছরে সর্বনিম্ন

শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শিক্ষা উপদেষ্টার সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলহাসের স্বপ্ন পূরণ করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স

পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার

এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ সকালে হার, বিকেলে জয় বাংলাদেশের

ঢাকায় এসে রোজা রাখার সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের

১০

একটি গোষ্ঠী মব জাস্টিসের নামে বিশৃঙ্খলা তৈরি করছে : আমিনুল হক 

১১

উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপিবিদ্বেষী : রিজভী 

১২

এবার যুদ্ধে যেতে প্রস্তুতির কথা জানাল যুক্তরাষ্ট্র

১৩

ইমনের শতক, বাবুর ঝোড়ো ইনিংসে জয়ে ফিরল আবাহনী-মোহামেডান

১৪

বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে জনগণ : ফখরুল

১৫

নবম রাউন্ডে তাহসিন ও নীড়ের ড্র

১৬

এনসিপি থেকে আরও দুই নেতার পদত্যাগ

১৭

বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্স / ডেন্টিস্ট ও সেকমো দিয়ে চলছে জরুরি স্বাস্থ্যসেবা

১৮

সাভারে ছাত্রদল নেতার বাড়িতে হামলার অভিযোগ

১৯

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ নেতা বহিষ্কার

২০
X