স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৪, ০৩:০০ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ নেইমার প্রেমে দরিভাল

দরিভাল (বাঁয়ে) ও নেইমার। ছবি: সংগৃহীত
দরিভাল (বাঁয়ে) ও নেইমার। ছবি: সংগৃহীত

একসময় ব্রাজিল দল মানেই মনে করা হতো নেইমার জুনিয়রের নাম। নেইমার ছাড়া ব্রাজিল দল কল্পনাই করা যেত না, কিন্তু ইনজুরি এবং অফফর্ম তাকে সেলেসাও দলে ব্রাত্য করে তুলেছিল। এমনকি এটিও মনে হচ্ছিল যে, দরিভাল জুনিয়রের ব্রাজিল দলে আর জায়গাই হবে না সময়ের অন্যতম সেরা এই ফুটবলারের। তবে ব্রাজিল কোচ দরিভাল এবার কথা বলছেন উল্টো সুরে। তিনি এবার জানালেন ব্রাজিল দলে নেইমারের গুরুত্ব সম্পর্কে, এছাড়াও জানালেন কবে নেইমার ফিরবেন সেলেসাও শিবিরে?

সৌদি ক্লাব আল-হিলালের হয়ে খেলা নেইমার তার গুরুতর হাঁটুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হলে ব্রাজিলের জাতীয় দলে ফিরবেন বলে ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। নেইমার গত অক্টোবরে তার বাঁ হাঁটুর এসিএল এবং মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন।

ব্রাজিলের ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের জন্য স্কোয়াড ঘোষণা করার পর রিও ডি জেনেইরোতে এক সংবাদ সম্মেলনে দরিভাল নেইমারের গুরুত্ব সম্পর্কে কথা বলেন।

‘নেইমার একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়, মৌলিক এবং সিদ্ধান্তমূলক। আমরা সবাই তা জানি,’ দরিভাল বলেন। ‘কিন্তু আমাদের চিকিৎসা প্রোটোকলগুলো মেনে চলতে হবে। সে এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবে নিশ্চিত থাকুন, যখন সে প্রস্তুত হবে, তাকে আবার ডাকা হবে।’

বর্তমানে দলে না থাকলেও প্রাক্তন সান্তোস, এফসি বার্সেলোনা এবং পিএসজি তারকা ব্রাজিলের ভবিষ্যৎ পরিকল্পনায় এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে। চলতি বছর হওয়া কোপা আমেরিকায় নেইমারের সৃজনশীলতা এবং প্রতিভার অভাব বোধ করেছিল ব্রাজিল। যার ফলে ব্রাজিলকে কোপা থেকে ট্রফি ছাড়াই ফেরত যেতে হয়।

এবার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা, যাদের নেতৃত্বে রয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়র, তাদের পরবর্তী ম্যাচের জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি। ব্রাজিল ৬ সেপ্টেম্বর কুরিতিবার কুটো পেরেইরা স্টেডিয়ামে ইকুয়েডরের মুখোমুখি হবে এবং ১০ সেপ্টেম্বর আসুনসিয়নের ডিফেনসোরেস ডেল চ্যাকে স্টেডিয়ামে প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে।

বাছাইপর্বের দক্ষিণ আমেরিকার পয়েন্ট তালিকায় ব্রাজিল বর্তমানে ছয় নম্বরে রয়েছে, তাদের ঝুলিতে রয়েছে দুটি জয়, একটি ড্র এবং তিনটি হার। তালিকার শীর্ষে থাকা আর্জেন্টিনার ১৫ পয়েন্ট থেকে অনেক পিছিয়ে রয়েছে ব্রাজিল। ২০২৬ সালের বিশ্বকাপে জায়গা পেতে দ্রুতই তাদের পারফরম্যান্স উন্নত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় অনার্স পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি ঐক্য পরিষদের

পাবনায় দুদিন ধরে ইউপি সদস্য নিখোঁজ

‘সবাইকে সমান অধিকার দিয়ে একটি সংবিধান তৈরি করব’

বড়াইগ্রামে নৌকাবাইচ অনুষ্ঠিত

ফ্যাসিস্ট হাসিনার দোসররা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে : ওয়াদুদ ভূঁইয়া

শিক্ষার্থীবান্ধব ও গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ার আহ্বান

ছুটি না নিয়ে দীর্ঘদিন পলাতক লস্কর ইউপি চেয়ারম্যান, বিপাকে ইউনিয়নবাসী

মেঘনায় ১০ ট্রলার ডুবি, নিখোঁজ ২৮ মাঝি

হাজারো ষড়যন্ত্রে বিএনপিকে নিঃশেষ করতে পারেনি : শাহজাহান

বগুড়ায় যোগদান করেই জিয়াউর রহমানের বাড়ি পরিদর্শনে ডিসি

১০

কবি সম্মেলন / ‘ছাত্র-জনতার গণবিপ্লবে প্রতিটি স্লোগানই ছিল অনন্য কবিতা’

১১

বিএনপির রোববারের সমাবেশ স্থগিত, নতুন তারিখ ঘোষণা 

১২

‘ত্যাগ স্বীকার করার পরও জায়গাটা ধরে রাখতে পারি না’

১৩

বাছুর কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মোদি

১৪

চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

১৫

সাভারে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ 

১৬

শহীদের স্বজনের আর্তনাদ, বিচার দাবি / আওয়ামী হায়েনাদের আক্রমণ প্রতিহত করুন : মির্জা ফখরুল

১৭

কারখানায় ঘাস তৈরি, প্রযুক্তির এক নতুন উদ্ভাবন

১৮

তরুণীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৫

১৯

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অফিস

২০
X