স্প্যানিশ লা লিগায় শনিবার (২৪ আগস্ট) রাতে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে কঠিন লড়াইয়ে ২-১ গোলে জয় পেয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা। তরুণ স্প্যানিশ সেনসেশন লামিনে ইয়ামাল এবং অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কির গোলে লা লিগা মৌসুমে বার্সা তাদের নিখুঁত সূচনা বজায় রেখেছে।
ম্যাচের ২৪তম মিনিটে ১৭ বছর বয়সী ইয়ামাল ফ্রি-কিক থেকে পাওয়া রিবাউন্ডে গোল করেন। যদিও তার গোলে ভাগ্যর সহায় ছিল। তার বাঁকানো শটটি অ্যাথলেটিক বিলবাওয়ের ডিফেন্ডারের মাথায় লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে প্রবেশ করে।
অ্যাথলেটিক অবশ্য প্রথমার্ধ শেষের আগেই সমতায় ফেরে পেনাল্টি থেকে। ওয়িহান সানসেট ৪২তম মিনিটে ঠাণ্ডা মাথায় পেনাল্টি নিয়ে স্কোর সমতায় ফেরান।
পুরো প্রথমার্ধের বেশিরভাগ সময়ই বার্সেলোনার দখলেই বল ছিল। তবে অ্যাথলেটিকের পাল্টা আক্রমণ বার্সার জন্য হুমকি ছিল। দুই ভাই ইন্যাকি এবং নিকো উইলিয়ামস বার্সার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করতে বাধ্য করে।
বার্সার হয়ে এই ম্যাচে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা আক্রমণাত্মক ভূমিকায় বেশ উজ্জ্বল ছিলেন। পুরো ম্যাচে তিনি বেশ কয়েকটি সুযোগ তৈরি করেন।
দ্বিতীয়ার্ধে বার্সেলোনার প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে ছিলেন লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধে তিনি পোস্টে একটি হেডার মারেন এবং পরে তার একটি দুর্দান্ত ভলি পাদিলা রক্ষা করেন। তবে ৭৫তম মিনিটে অভিজ্ঞ এই স্ট্রাইকার সফল হন। পেদ্রির ক্রস থেকে রিবাউন্ডে বল পেয়ে তিনি চলতি মৌসুমে তার তৃতীয় গোল করেন।
এই জয়ে বার্সেলোনা দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট সংগ্রহ করে সেল্টা ভিগোর সাথে যৌথভাবে লিগের শীর্ষে অবস্থান করছে। অ্যাথলেটিক দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে।
গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের অনুপস্থিতির পরেও, বার্সেলোনার আক্রমণভাগ শক্তিশালী দেখাচ্ছিল যা চিরপ্রতিদ্বন্দী রিয়ালকে চিন্তায় ফেলাবে। ইয়ামালের উত্থান এবং লেভানদোভস্কির নির্ভুল ফিনিশিং নিশ্চিত করে যে ক্লাবটি মৌসুমের শুরুতেই শিরোপার দাবি যেন জানিয়ে রাখতে পারে।
মন্তব্য করুন