মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ০৭:৩৮ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুব সাফে নেপালের কাছে পরাস্ত বাংলাদেশ

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

নেপালে চলমান যুব সাফে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচেই তার অবসান ঘটে স্বাগতিক নেপালের কাছে হেরে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের গোলরক্ষক ও অধিনায়ক মেহেদী হাসান শ্রাবণের ছোট ভুলই হয়ে দাঁড়ালো বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জন্য বড় হতাশার কারণ।

নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। যদিও পরাজয় বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার ব্যাপারে বাঁধা হয়ে দাঁড়াতে পারে নি। মারুফুল হকের শিষ্যরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয় তুলে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে।

বাংলাদেশের প্রতিপক্ষ নেপালও অবশ্য আগের ম্যাচে জয়ের ভিত্তিতে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে। যার ফলে বৃহস্পতিবারের (২২ আগস্ট) ম্যাচটি হয়ে দাঁড়ায় গ্রুপ সেরা হওয়ার লড়াই। তবে স্বাগতিকদের কাছে দুই মিনিটের ব্যবধানে হজম করা দুই গোল বাংলাদেশের সেই স্বপ্নকে ফিঁকে করে দিয়েছে।

ম্যাচের ১৬ মিনিটে বাংলাদেশ একটি কর্নার থেকে গোল আদায়ের চেষ্টা করে তবে নেপালের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করার পর গোলরক্ষক শ্রাবণ মাঝমাঠের কাছাকাছি গিয়ে বলটি ধরার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, সেই মুহূর্তে তিনি ভুল করে বসেন। নেপালের সমির টামাং বল কেড়ে নিয়ে একক প্রচেষ্টায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন। এর ঠিক দুই মিনিট পর, ১৮ মিনিটে, নিরাজন ধামির ক্রস থেকে দুর্দান্ত হেডের মাধ্যমে নেপাল তাদের লিড দ্বিগুণ করে নেয়।

বাংলাদেশ অবশ্য চেষ্টা করে যায় ম্যাচে ফেরার জন্য। বিরতির আগেই পেনাল্টি থেকে একটি গোল শোধ দেয় মারুফুলের দল। মিরাজুল ইসলাম নেপালের দুই ডিফেন্ডারের ফাউলের শিকার হলে বাংলাদেশ পেনাল্টি পায় এবং মিরাজুল স্পট কিক থেকে গোল করে ব্যবধান কমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেও গোল করেছিলেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকবার আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি। নেপালও তাদের লিড বাড়াতে ব্যর্থ হয়, ফলে ম্যাচটি শেষ হয় ২-১ গোলে নেপালের জয় দিয়ে।

এখন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে ভারত। যদিও ‘বি’ গ্রুপে কে গ্রুপ সেরা হবে, তা এখনো নিশ্চিত হয়নি। ভারতের একটি ম্যাচ থেকে ৩ পয়েন্ট রয়েছে, ভুটানও দুটি ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে শেষ চার নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইলচেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির আটক

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X