অলিভার কানের থেকে জার্মান গোল কিপিংয়ের ব্যাটন তুলে নিয়েছেন ম্যানুয়াল নয়্যার। বারপোষ্টের নীচে ‘লাষ্ট লাইন অব ডিফেন্স’ হয়ে বিশ্বকাপও জিতেছেন। বুধবার ৩৮ বছরের তারকা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।
অনেকের মতে জার্মানির অন্যতম সেরা গোলকিপার ছিলেন ম্যানুয়াল নয়্যার। আর্জেন্টিনাকে হারিয়ে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি। সেই দলের অন্যতম সেরা তারকা ছিলেন নয়্যার। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘একটা সময়ের পরে এই দিনটা চলেই আসে। সকলেই জানেন, সেই সিদ্ধান্ত নেওয়া কত কঠিন হয়ে পড়ে। আমার কাছেও অবসরের সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না। শারীরিক ভাবে এই মুহূর্তে যতটা সুস্থ রয়েছি তাতে হয়তো ২০২৬ সালের বিশ্বকাপেও খেলতে পারতাম। কিন্তু তার পরেই মনে হল, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার এটাই সেরা সময়। এটা নিয়ে আমার মধ্যে আর কোনও দ্বিধা ছিল না বলেই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে ফেললাম। এ বার খেলব শুধু বায়ার্ন মিউনিখের হয়ে।’২০০৯ সালে এশিয়া সফরে দেশের জার্সিতে অভিষেক হয়েছিল নয়্যারের। সেদিন জার্মানীর প্রতিপক্ষ ছিল চীন। এরপর তার সেরা প্রাপ্তি বিশ্বকাপ। সেই অভিজ্ঞতা নিয়ে নয়্যার বলেন, ‘যখন পেছনে ফিরে তাকাই, তখন গর্ববোধ হয়। ২০১৪ সালে ১৩ জুলাইয়ের কথা, যেদিন আমরা ব্রাজিলে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলাম। চোটে পড়ার আগপর্যন্ত ৭ বছরে ৬১ ম্যাচে জার্মানি জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছি। অধিনায়ক হিসেবে মাঠে নামা সব সময়ই ছিল সম্মানের।’
মন্তব্য করুন