ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে এই নামটার ওজনটাই ভিন্ন। পৃথিবীজুড়ে রোনালদোর ভক্তের সংখ্যা যে অগনীত সেটা নতুন করে বলার আর প্রয়োজন নেই। নামের ভার আর ভক্তদের কাছ থেকে ভালোবাসা সমান তালেই পেয়েছেন ফুটবলের এই মহারথী। এতোদিন ফুটবল বরপুত্রের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে অ্যাকাউন্ট থাকলেও ছিল না ইউটিউব চ্যানেল।
অবশেষে নতুন চমক নিয়ে হাজির সিআরসেভেন। আর তাতেই ভক্তরা হুমরি খেয়ে পড়েছে রোনালদোর চ্যানেল ভিসিট ও সাবস্ক্রাইব করতে। ইতোমধ্যে দ্রুততম মিলিয়ন সামস্ক্রাইব হিটের রেকর্ডও করে ফেলেছে রোনালদেোর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চ্যানেল খোলার মাত্র ১ ঘন্টার মধ্যেই মিলিয়ন সাবস্কাইবার পেয়েছে চ্যানেলটি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় এটি নতুন এক রেকর্ড।
ইউআর ক্রিস্টিয়ানো অর্থ্যাৎ তুমিই ক্রিস্টিয়ানো নামের চ্যানেলে প্রতিবেদন লেখা পর্যন্ত সাবস্ক্রাইবার সংখ্যা ১৭.৩ মিলিয়ন।
ফুটবলে সমসাময়ীক সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী কে? এমন প্রশ্নের উত্তরে যে কেউ চোখ বুজেই লিওনেল মেসির নাম নেবেন। সেই মেসি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল খুলেছিলেন এখন থেকে আঠার বছর আগে। যার মোট সাবস্ক্রাইবার এখন পর্যন্ত ২১ লাখ ৬০ হাজার। মেসির আঠার বছরের অর্জনকে মাত্র দুই ঘন্টাতেই টপকে গেছেন রোনালদো। চ্যানেল খোলার দু্ই ঘন্টার মধ্যিই ২ কোটি ৭০ লাখ সাবস্ক্রাইবার নিয়ে মেসিকে টপকে যান সি আর সেভেন। মাত্র আঠারো টি ভিডিও আপলোড করেই এই অনুসারী আসে রোনালদোর চ্যানেলে। বিপরীতে আঠারো বছরে মেসি এখন পর্যন্ত ভিডিও আপলোড করেছেন ২০৭ টি।
রোনালদোর ইউটিউব চ্যানেলের নামটাও যেমন স্পেশাল ঠিক তেমনই স্পেশাল করে নিজের চ্যানেলে যুক্ত হওয়ার কথা বলেন ফুটবল বরপুত্র। নিজের আইকনিক সেলিব্রেশনে যেভাবে সিউ বলে মাঠকে উল্লাসিত করেন ঠিক তেমনই করে চ্যালেনকে সাবস্ক্রাইব করার অনুরোধে সাবস্ক্রাইব না বলে সিউস্ক্রাইব করতে বলেন। এখানেও যেন নিজের বিশেষত এক গুণ দেখান সি আর সেভেন।
ইতোমধ্যেই রোনালদো তার ইউটিউব চ্যানেলের গোল্ডেন বাটনও পেয়ে গেছেন। ইউটিউব চ্যানেলেই সেই বাটন সামনে আনেন রোনালদো। সেই ভিডিওতে রোনালদো ক্যাপশন জুড়ে দেন, গোল্ডেন বাটন ফর মাই গোল্ডেন কিডস। ভিডিওতে দেখা যায় রোনালদো তার দুই মেয়ে ও ছোট ছেলের সামনে নিজের গোল্ডেন বাটন খুলছেন ও উদযাপন করছেন।
মন্তব্য করুন