রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের অভিষেক ম্যাচে আলো ছড়ান কিলিয়ান এমবাপ্পে। ফলে আতালান্তাকে হারিয়ে উয়েফা সুপার কাপের রেকর্ড ষষ্ঠ শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা।
তবে স্প্যানিশ লা লিগায় নিজের প্রথম ম্যাচে খুঁজে পাওয়া যায়নি ফরাসি তারকাকে। এতে পয়েন্ট হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ মৌসুমের প্রথম ম্যাচে মায়োর্কার সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। এতে হতাশ বর্তমান চ্যাম্পিয়নদের কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ শেষে শিষ্যদের পারফরম্যান্স নিয়ে রিয়াল কোচ বলেন, ‘আমরা এগিয়ে গিয়েছিলাম এবং সুযোগও পেয়েছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে ভারসাম্য হারিয়ে ফেলি। এই ম্যাচটা ভালো ছিল না। এই ম্যাচ পরিষ্কারভাবে দেখায়, রক্ষণে আমাদের আরও ভালো করতে হবে। আর মাঠেও আমাদের আরও ভালো ভারসাম্য পেতে হবে।’
মৌসুমের প্রথম ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো করার কথা জানান এ ইতালিয়ান কোচ, ‘আমাদের আরও ভালো করতে হবে। এ ম্যাচে আমাদের শেখার মতো অনেক কিছু আছে। এটি এমন একটি ম্যাচ, যা পরিষ্কারভাবে দেখায় যে কোথায় আমাদের ভুল ছিল। রক্ষণের দিক থেকে মায়োর্কা আমাদের চেয়ে ভালো ছিল।’
মন্তব্য করুন