১৯৪৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়ন। ক্লাবটির সভাপতির দায়িত্ব পালন করেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। এবার ক্লাবটির দায়িত্ব নিয়েছেন তার ইঞ্জিনিয়ার পুত্র ইশরাক হোসেন। দায়িত্ব নিয়ে তিনি বলেন, ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনতে সম্ভাব্য সব কিছু করবেন তিনি।
২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নের দায়িত্বে ছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। এ সময় টানা দুবার ঢাকা প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা জেতে গোপীবাগের ক্লাবটি। ২০০৯ সালে তাকে সরিয়ে ক্লাবের দায়িত্ব নেন ডিরেক্টর ইনচার্জ মহিউদ্দিন আহমেদ মহি।
তার সময়ে কোনো সাফল্য পায়নি ব্রাদার্স। প্রিমিয়ার লিগ থেকে নেমে যায় দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন্স লিগে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি। এ অবস্থায় ক্লাবটির গৌরব রক্ষায় হাল ধরেছেন ইশরাক।
আহ্বায়ক কমিটির দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘বিগত দিনে চর দখলের মতো ব্রাদার্স ক্লাবটিকে একটি পক্ষ দখল করে রেখেছিল।’
ক্লাবটিকে নতুনভাবে সাজাতে চান তিনি, ‘যারা সদস্য রয়েছেন, বিশেষ করে যাদের অভিজ্ঞতা রয়েছে ক্লাব পরিচালনার ক্ষেত্রে, ফুটবল, ক্রিকেট দল এবং অন্যান্য বিষয় আপনারা যারা দেখভাল করেছেন, আপনার সবাই পরস্পরকে সহযোগিতা করবেন, আমাকেও সহযোগিতা করবেন। যেন আমি এই ক্লাবকে নতুনভাবে সাজাতে পারি।’
তিনি আরও বলেন, 'উদ্দেশ্য একটাই, ব্রাদার্স ইউনিয়নকে আগের গৌরবের জায়গায় ফিরিয়ে নেওয়া, বাংলাদেশের এক নম্বর ক্লাব হিসেবে এটাকে প্রতিষ্ঠা করা। ফুটবল, ক্রিকেট দল, প্রয়োজনে আরও অন্যান্য খেলার দলও গঠন করব। আরেকটি পরিকল্পনা আছে, সুদূরপ্রসারী, সবসময় স্বপ্ন দেখেছি। ব্রাদার্স ইউনিয়নের যে ক্লাবটি আছে, এখানে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স গড়ে তোলা।’
মন্তব্য করুন