সুব্রত কাপ অনূর্ধ্ব-১৭ নারী বিভাগের ফাইনাল হারলেও ছেলেদের বিভাগে সাফল্যের প্রত্যাশা বিকেএসপির। অনূর্ধ্ব-১৫ দল বুধবার বেঙ্গালুরুর উদ্দেশে ঢাকা ছেড়েছে। ২৮ আগস্ট যাবে অনূর্ধ্ব-১৭ দল।
সুব্রত কাপের নারী বিভাগে ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালের টানা চ্যাম্পিয়ন বিকেএসপি। এবারের আসরেও ফেভারিট ছিল দলটি। কিন্তু ফাইনাল হারে রানার্সআপ ট্রফিতে সান্ত্বনা খুঁজতে হয়েছে। ছেলেদের দুটি বয়স বিভাগে বাংলাদেশের প্রত্যাশা সম্পর্কে বিকেএসপির সিনিয়র ফুটবল কোচ শাহিনুর রহমান কালবেলাকে বলেন, ‘সুব্রত কাপে আমাদের দলগুলো বরাবরই ভালো করে আসছে। এবার মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিভাগের ফাইনালে আমরা দুর্ভাগ্যজনকভাবে হেরে গেছি। আশা করছি, ছেলেদের বিভাগে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বিভাগে ভালো করবে বিকেএসপি দল।’
গত বছর বয়স সংক্রান্ত জটিলতার কারণে খেলতে পারেনি বিকেএসপি দল। এবার দলের সদস্যদের বয়স নির্ধারনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়েছে কি না?—প্রশ্নের জবাবে এ কোচ বলেন, ‘গত বছর খেলা হয়েছে অনূর্ধ্ব-১৪ বিভাগে; কিন্তু অধিকাংশ দল গেছে অনূর্ধ্ব-১৫ বিভাগের। এটা কেবল আমাদের নয়, অংশগ্রহণকারী অধিকাংশ দলকেই জটিলতার মুখে ঠেলে দিয়েছিল। এবারের আসরে দল পাঠানোর আগে আমরা প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়েছি।’
মন্তব্য করুন