স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৪, ১০:২৪ এএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

মৌসুম শুরুর আগে ঘরের মাঠে বার্সার শোচনীয় হার

হার দিয়েই প্রাক-মৌসুম শেষ করল বার্সা। ছবি : সংগৃহীত
হার দিয়েই প্রাক-মৌসুম শেষ করল বার্সা। ছবি : সংগৃহীত

ট্রফি দিয়েই প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করার সুযোগ ছিল স্পেনের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব বার্সেলোনার। তবে হুয়ান গাম্পার ট্রফিতে মোনাকোর কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে তাদের প্রাক-মৌসুমের হতাশাজনক সমাপ্তি ঘটিয়েছে রাফিনহা-লেভানডস্কিরা। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে এটি তাদের সবচেয়ে দুর্বল পারফরম্যান্স ছিল, যা ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার উদ্বোধনী ম্যাচের আগে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ম্যাচের শুরুতেই বার্সেলোনা একটি সুযোগ পায় যখন রাফিনহার ক্রস পাউ ভিক্টরের কাছে পৌঁছায়, তবে প্রথম মিনিটের মধ্যেই তরুণ স্ট্রাইকার লক্ষ্যভ্রষ্ট হন। এটি প্রথমার্ধে বার্সার লিড নেওয়ার সবচেয়ে ভালো সুযোগ ছিল। তবে সুন্দর খেলা সত্ত্বেও, চূড়ান্ত পাস সবসময়ই অনুপস্থিত ছিল, যা তাদের আর কাঙ্ক্ষিত গোলের দেখা দিচ্ছিল না।

তবে ম্যাচের একটি ইতিবাচক দিক ছিল বার্সেলোনার বল ছাড়াই চাপ এবং তীব্রতা ধরে রাখছিল। বিশেষত মিডফিল্ডার মার্স বার্নাল এবং মার্স কাসাদোর পারফরম্যান্স আশা জাগেনিয়া ছিল। রক্ষণভাগে ঝুঁকিপূর্ণ হাই লাইনে খেলার পরও অফসাইড ফাঁদটি কার্যকরভাবে পরিচালনা করে দলটি ফলে গোলের বড় হুমকি থেকে রক্ষা পায় প্রথমার্ধে।

শুরুতেই বার্সার লিড নেওয়ার সুযোগ ছিল যখন রাফিনহা ডান পায়ে একটি শটে জাল কাপান। তবে গোলটি সঠিকভাবে অফসাইডের জন্য বাতিল করা হয়। প্রথমার্ধের শেষে, বার্সেলোনা আরও কিছু ইতিবাচক লক্ষণ দেখালেও, সঠিক ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বার্সা গোল খায়। সাধারণ এক গোল-কিকের সময় ইন্নিগো মার্টিনেজ এবং মার্স বার্নালের মধ্যে ভুল বোঝাবুঝিতে মোনাকো লিড পায়।

পাঁচ মিনিট পর বার্সার অফসাইড ফাঁদ ব্যর্থ হলে মোনাকো তাদের দ্বিতীয় গোলটি করে। সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে বোকা বানিয়ে ব্যবধান ২-০ করেন।

২৫ মিনিট বাকি থাকতে হান্সি ফ্লিক বেশ কয়েকটি পরিবর্তন করেন ম্যাচে ফেরার জন্য। যার মধ্যে বার্সার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালও ছিলেন। ইয়ামাল মাঠে নেমেই পাউ ভিক্টরের জন্য একটি সুযোগ তৈরি করেন, তবে ভিক্টরের লব শটটি লক্ষ্যভ্রষ্ট হয়।

ইয়ামালের প্রচেষ্টা সত্ত্বেও বার্সেলোনা তাদের ছন্দ ফিরে পেতে সংগ্রাম করে এবং ফাইনাল থার্ডে বারবার মুখ থুবড়ে পড়ে। বার্সার কামব্যাকের আশা শেষ হয় যখন মোনাকো ৮৬ মিনিটে ব্যবধান ৩-০ করে।

ফাইনাল বাঁশির মাধ্যমে একটি হতাশাজনক রাতের সমাপ্তি ঘটে বার্সেলোনার জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যা মামলায় অতিরিক্ত ডিআইজি মশিউর ৭ দিনের রিমান্ডে

পেজার বিস্ফোরণ নিয়ে উত্তেজনা, যার পক্ষ নিল রাশিয়া

প্রেমিকার ডাকেও কার্নিশ থেকে নামল না ‘চোর’

বাকি খেয়ে লাপাত্তা ছাত্রলীগ নেতারা, দিশেহারা ব্যবসায়ীরা

যেভাবে অশান্ত হলো পার্বত্য চট্টগ্রাম

দেড় মাস ধরে অনুপস্থিত বেড়া কলেজের অধ্যক্ষ

শনিবার খাগড়াছড়ি ও রাঙামাটি যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল

বিনোদন বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই 

জলবায়ু পরিবর্তন থামাতে উদ্যোগ নেওয়ার দাবি কক্সবাজারের তরুণদের 

বিচারবহির্ভূত হত্যা বন্ধে জবিতে মানববন্ধন

১০

আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত ছাত্রদল নেতাদের

১১

তিন পার্বত্য জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

১২

মোটরসাইকেল শোভাযাত্রা / নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে নোটিশ

১৩

চার বছরেও শেষ হয়নি ১৮ মাসের কাজ

১৪

৩শ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াত : মুজিবুর রহমান

১৫

১৪৯ রানে থামল বাংলাদেশের ইনিংস

১৬

এবারের নির্বাচনে কে জিতবেন, ট্রাম্প না কি কমলা?

১৭

বগুড়ায় আ. লীগ সভাপতি-সম্পাদকসহ ৪৭ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

১৮

আমাজনের যে রহস্য ভেদ করতে পারেনি কেউ

১৯

একযোগে ২৩ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি

২০
X