দেশে নারী ফুটবলের পেশাদার কাঠামো নেই। এ কারণে বাংলাদেশি ক্লাবগুলোর এএফসির প্রতিযোগিতায় খেলার সুযোগ নেই। দুধের স্বাদ ঘোলে মেটানোর সুযোগ করে দিয়েছে ভুটানের ক্লাব থিম্পু কলেজ এফসি। দলটির হয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে গেছেন বাংলাদেশি চার নারী ফুটবলার।
দুই ফরোয়ার্ড—সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমা এবং দুই মিডফিল্ডার—মিডফিল্ডার মারিয়া মান্ডা ও মনিকা চাকমা গতকাল ভুটান গেছেন। নারী চ্যাম্পিয়ন্স লিগের ‘ডি’ গ্রুপে খেলছেন ভুটানের প্রতিনিধিরা। ক্লাবটির মিশন শুরু হবে ইরানের বাম খাতুন ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৫ আগস্ট অনুষ্ঠিত হবে এ ম্যাচ। ২৮ আগস্ট দ্বিতীয় ম্যাচে থিম্পু কলেজ এফসির প্রতিপক্ষ হংকংয়ের কিচে স্পোর্টস ক্লাব।
এশিয়ান ক্লাব ফুটবলে খেলা বাংলাদেশি ফুটবলারদের নতুন অভিজ্ঞতা দেবে। তাছাড়া চার ফুটবলারের জন্য আসন্ন নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির সুযোগ এনে দিচ্ছে আসরটি। সে হিসাব করেই তাদের খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
নারী চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের দুই ম্যাচের জন্য ১০ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশি চার ফুটবলারের সঙ্গে চুক্তি করেছে থিম্পু কলেজ এফসি।
মন্তব্য করুন