বিশ্ব চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকার শিরোপা জয়ী আর্জেন্টিনাকে হারিয়ে শুরু হয় মরক্কোর প্যারিস অলিম্পিক যাত্রা। ইতিহাস তৈরির মাধ্যমে শেষ হলো সে যাত্রার। মিসরকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে সুফিয়ান রাহিমি- আশরাফ হাকিমিরা।
ছেলেদের ফুটবলে মরক্কোর প্রথম অলিম্পিক পদক। শুধু তাই নয় উত্তর আফ্রিকা অঞ্চলের যে কোনো দেশের প্রথম পদক এটি। এবারের প্যারিস অলিম্পিকে ৬ ম্যাচে সর্বমোট ১৭ গোল করেছে মরক্কো।
নঁতে হওয়া ব্রোঞ্জ পদকের ম্যাচটি জোড়া গোল করেন সুফিয়ান। সর্বমোট ৮ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। গত বছর যুব আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে এই মিসরকে হারিয়ে শিরোপা জিতেছিল মরক্কো। এতে প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে তারা।
মিসরের বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে প্রথমার্ধে দুটি গোল পায় মরক্কো। ম্যাচের ২৩ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ শটে গোল করেন এজ্জালজৌলি। ৩ মিনিট পর গোলব্যবধান দ্বিগুন করেন সুফিয়ান। বিরতির পর মরক্কোর হয়ে গোল করেন সুফিয়ান, বিলাল, নাকাচ ও হাকিমি।
মন্তব্য করুন