২০৩০ সালের বিশ্বকাপের আয়োজন নিয়ে লড়াই লাতিন ও ইউরোপা। তবে ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজনের দৌড়ে রয়েছে একমাত্র সৌদি আরব। ১০ বছর পর মরুর দেশটি যে বিশ্বকাপ আয়োজন করবে, তা নিশ্চিত।
এর আগে গত বছর অক্টোবরে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করতে বিড না করার কথা জানায় অস্ট্রেলিয়া। এতে বিশ্বকাপ আয়োজনে সৌদি আরবের আর কোনো বাধা থাকে না। সৌদিকে একমাত্র প্রার্থী হিসেবে ঘোষণা করে ফিফা।
সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম ২০৩৪ বিশ্বকাপ নিয়ে দেশটির সরকারের পরিকল্পনা তুলে ধরেছে। তারা জানায় ১০ বছর পরের বিশ্বকাপ হয় সৌদির ৫ শহরে। আর এ জন্য ১৫টি স্টেডিয়াম নির্ধারণ করা হয়েছে। এর মধ্য আবার ৮টি হচ্ছে রিয়াদে। ফিফার কাছে দেওয়া আনুষ্ঠানিক বিডে এই তথ্য দিয়েছে সৌদি আরব।
আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে অংশ নিবে সর্বোচ্চ ৪৮ দল। আমেরিকার সঙ্গে সহ-আয়োজক হিসেবে রয়েছে মেক্সিকো ও কানাডা। আর ২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য লাতিন আমেরিকা থেকে বিড করছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে। আর ইউরোপে স্পেন ও পর্তুগালের সঙ্গে বিড করছে আফ্রিকার মরক্কো।
তবে সর্বোচ্চ দল নিয়ে এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। সৌদি আরবের ইতিহাসে এটি হবে সর্বোচ্চ ক্রীড়া প্রতিযোগিতা। বিডের তথ্য বলছে, রিয়াদ ছাড়াও প্রস্তাবিত শহরগুলোর মধ্যে রয়েছে জেদ্দা, আল খোবার, আবহা ও নিওম। সম্প্রতি প্রায় ৫০০ বিলিয়ন ডলার অর্থমূল্য ব্যয় করে নিওম শহরটি নির্মাণ করেছে সৌদি।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) তাদের প্রতিবেদনে জানিয়েছে, ১৫ স্টেডিয়ামের ৮টি রিয়াদেই। নির্মাণাধীন কিং সালমান স্টেডিয়ামে হবে ২০৩৪ বিশ্বকাপের উদ্বোধন। এ ছাড়া ৯২ হাজার ধারণক্ষমতা সমপ্ন এই স্টেডিয়ামেই হবে ফাইনাল।
ফুটবল বিশ্বকাপের আগে ২০২৭ সালে এশিয়ান কাপ, ২০২৯ সালে এশিয়ার উইন্টার গেমস আয়োজন করা কথা সৌদি আরবের।
Imagine the future with us in 2034! The #Saudi2034bid invites the world to join us on our journey of remarkable transformation as the home of global sport Discover more: https://t.co/x8yAKWCwGE#GrowingTogether pic.twitter.com/Z90GfWK2Yg— Saudi Arabia FIFA World Cup️ 2034 bid (@Saudi2034bid) July 31, 2024
মন্তব্য করুন